২০২৪ সালে ফেসবুক পেজ মনিটাইজেশন শর্ত
আরো পড়ুনঃ ইউটিউব চ্যানেল তৈরীর সহজ পদ্ধতি জানুন
বর্তমানে সারা বিশ্বে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে যার অবস্থান সেটি হলো ফেসবুক। আবার বর্তমানে স্বাধীনভাবে অর্থ উপার্জনের অন্যতম প্রধান উৎস ফেসবুক পেজ। আর ফেসবুক পেজের মাধ্যমে অর্থ উপার্জন করতে চাইলে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন করা প্রয়োজন।
তাই আপনাদের অনেকেই ফেসবুক পেজ মনিটাইজেশন কিভাবে করা যায় সেই সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। তাই আমরা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো মনিটাইজেশন কি ও কি কি শর্ত মেনে মনিটাইজেশন এর জন্য আবেদন করা যায়, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যসূচী পত্র- ২০২৪ সালে ফেসবুক পেজ মনিটাইজেশন শর্ত
- ফেসবুক পেজ মনিটাইজেশন কাকে বলে
- যে সকল উপায়ে ফেসবুক পেজ হতে আয় করা যায়
- ২০২৪ সালে ফেসবুক পেজ মনিটাইজেশন শর্ত
- শেষকথা
ফেসবুক পেজ মনিটাইজেশন কাকে বলে
ফেসবুক পেজ মনিটাইজেশন হলো, এই প্লাটফরম হতে টাকা আয় করার একটি মাধ্যম। ফেসবুক পেজে যখন আপনার একটি নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইম ও ফলোয়ার হবে তখন আপনি আবেদন করতে পারবেন আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের। আপনার আবেদনের পর ফেসবুক পেজটি তাঁরা পরীক্ষা করে দেখবে পেজটি তাদের নিয়ম- নীতির আওতায় পড়েছে কিনা।
যদি আপনার পেজটি প্রস্তুত করা হয়ে থাকে তাদের নীতির আলোকে তাহলে ফেসবুক আপনাকে চালু করে দিবে মনিটাইজেশন। ফেসবুক পেজটি মনিটাইজেশন চালু হওয়ার পরে আপনি টাকা উপার্জন শুরু করবেন ফেসবুক পেজ হতে।
যে সকল উপায়ে ফেসবুক পেজ হতে আয় করা যায়
*** ইন-স্ট্রিম অ্যাড- যখন ফেসবুক পেজ আপনার মনিটাজেশন করা হবে, তখন ফেসবুক পেজটিতে ভিডিওর শুরুতে, শেষে কিংবা মাঝখানে দেখাবে এডস বা বিজ্ঞাপন। এই ইন-স্টিম এডস বা বিজ্ঞাপন হতে টাকা আয় করা যায়। এটি হলো টাকা আয় করার অন্যতম সেরা উপায়।
*** এডস অন রিলস- আপনার ফেসবুক পেজে এডস অন রিলস নামে একটি নতুন অপশন যুক্ত হবে। আপনার পেজ হতে এটি ভালো পরিমাণের টাকা আয় করার অন্যতম মাধ্যম উপায়। এটি একটি শর্ট ভিডিও যা, এক বা দেড় মিনিটের হতে পারে। আপনি যদি ভিডিওটি নিয়মিত আপনার পেজে আপলোড করেন তাহল্, ফেসবুক অটোমেটিক চালু করে দিবে এডস অন রিলস অপশনটি।
আরো পড়ুনঃ ফেসবুক পেজে টাকা আয় করার সেরা ৬ উপায়
এই ভিডিওটি যদি চালু থামে তাহলে এড করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এডস অন রিলস হতে যত টাকা ইনকাম আসবে সব টাকা আপনার অ্যাকাউন্ট-এ জমা হবে। আর ১০০ ডলার জমা হলেই ফেসবুক সেই টাকা অটোমেটিক করে দিবে ব্যাংকে ট্রান্সফার।
*** ফ্যান সাবস্ক্রিপশন- ফ্যান সাবস্ক্রিপশন হলো কোন বিশেষ ভিডিও তৈরীর মাধ্যমে সেই ভিডিও গুলো মানুষকে দেখানোর জন্য আপনার ফেসবুক পেজে সাবস্ক্রিপশন নিতে হবে। তাঁরা সাবস্ক্রিপশন করলে আপনি আপনার প্রিমিয়াম ভিডিও দেখাবেন।
*** অ্যাফিলিয়েট মার্কেটিং- অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফেসবুক পেজের মাধ্যমে অনেক ভালো অর্থ উপার্জন করা সম্ভাব। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কোন কোম্পানির পণ্য বা পরিসেবা বিক্রয় বা প্রচারের মাধ্যমে কমিশন গ্রহণ করা। যে সকল কোম্পানির কাজ করা যায় তা হলো- BD Shop, Amazan, Daraz ইয়ত্যাদির মাধ্যমে টাকা আয় করা যায়।
*** পেইড ইভেন্ট- একটি পেইড ইভেন্ট তৈরির মাধ্যমে টাকার বিনিময়ে আপনার ফেসবুক পেজে সেটি পরিচালনার মাধ্যমে আয় করা যায় অর্থ।
২০২৪ সালে ফেসবুক পেজ মনিটাইজেশন শর্ত
আপনার ফেসবুক পেজ মনিটাজেশনের জন্য ফেসবুকের কিছু শর্ত রয়েছে সেগুলে মেনে আপনি আবেদন করতে পারবেন। যেমন-
- আপনার ফেসবুক পেজে ফলোয়ার থাকবে ৫(পাচ) হাজার।
- আপনার ফেসবুকে পেজে গত ৬০ (ষাট) দিনে যোগ্য ভিউ থাকতে হবে কমপক্ষে ৬০ (ষাট) হাজার।
- ফেসবুক পেজে অন্তত থাকতে হবে আপনার নিজের ৫ (পাঁচ) একটিভ ভিডিও।
- ফেসবুক পেইজে কোন প্রকার আপনার মনিটাজেশন ও পলিসি ইস্যু থাকা যাবে না।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url