আরো পুড়ুনঃ কিভাবে রাতারাতি কোটিপতি হওয়া যায়
বাংলাদেশ বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সমান তালে। এখন দেশের প্রায় মানুষ ব্যবহার করে অ্যান্ড্রয়েড বা আইওএস। তাই আপনার হাতে থাকা মোবাইল বা স্মাটফোন দিয়ে আয় করা সম্ভব অনেক টাকা। আপনি এটাকে ব্যবহার করতে পারেন মূল বা আয়ের সহায়তাকারী হিসাবে। এখন অনেকে এই প্রতিযোগিতা মূলক বিশ্বে অনলাইনে খোঁজ করেন কিভাবে মোবাইল দিয়ে সহজে টাকা আয় করা যায়।
আপনি যদি মোবাইল দিয়ে আয় করার কথা ভেবে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু হতে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়েন তাহলে যেনে যাবেন কিভাবে "মোবাইল দিয়ে অনলাইনে আয় করার সহজ ১০ উপায়''। তাহলে চলুন দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- মোবাইল দিয়ে অনলাইনে আয় করার সহজ ১০ উপায়
- মোবাইল দিয়ে অনলাইনে আয় করার সহজ ১০ উপায়
- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন
- মোবাইল দিয়ে ভিডিও গেমস খেলে অর্থ উপার্জন
- মোবাইল দিয়ে পেইড সার্ভের মাধ্যমে অর্থ উপার্জন
- মোবাইল দিয়ে ক্যাপচা টাইপ করে অর্থ উপার্জন
- মোবাইল দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে অর্থ উপার্জন
- মোবাইল দিয়ে মাইক্রোওয়ার্ক এর মাধ্যমে অর্থ উপার্জন
- মোবাইল দিয়ে অনলাইন টিউশান করে অর্থ উপার্জন
- মোবাইলের মাধ্যমে ফেসবুক ই-কমার্স হতে অর্থ উপার্জন
- মোবাইল এর মাধ্যমে ইন্সটাগ্রাম হতে অনলাইনে অর্থ উপার্জন
- মোবাইলের মাধ্যমে পুরাতন পণ্য বিক্রয় করে অর্থ উপার্জন
- শেষকথা
মোবাইল দিয়ে অনলাইনে আয় করার সহজ ১০ উপায়
আপনি কি ঘরে বসে অনলাইনে মোবাইল বা স্মাটফোন দিয়ে অতিরিক্ত আয় করতে চান। আদিকাল হতেই মানুষ যে জিনিস ছাড়া বাঁচতে পারে না তা অর্থ রোজগার। আর এই রোজগার করার সহজ উপায় হলো অনলাইন। বর্তমানে অনলাইলে অর্থ আয়ের অনেক উপাই রয়েছে। এর মধ্যে সহজ ১০ উপায় যেনে নিন।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন
সবাধীনভাবে আপনার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কারো অধিনে না থেকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করাকে ফ্রিল্যান্সিং বলে। মাত্র একটি মোবাইল এর মাধ্যমে ফ্রিলান্সারগণ প্রচুর অর্থ রোজগার করে থাকেন। আর আপনিও যদি আয় করতে চান, তাহলে আপনার প্রয়োজন স্মাটফোন এবং একটি ইন্টারনেট সংযোগ। মোবাইল দিয়ে কাজ করার বিভিন্ন ফ্রিলান্সিং সাইট রয়েছে। আপনি চাইলে এই সকল সাইটে কাজ করতে পারেন। যেমন-
- কপি রাইটিং
- কনটেন্ট রাইটিং
- প্রোডাক্ট ডেসক্রিপশান রাইটিং
- ট্রান্সলেশান
- ট্রান্সক্রিপশান
- ব্লগ কমেন্টিং
- ফোরাম পোস্টিং
- প্রুফরিডিং
- ইউটিউব চ্যানেল
- ফেসবুক চ্যানেল
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি
মোবাইল দিয়ে ভিডিও গেমস খেলে অর্থ উপার্জন
অনেকে আছেন যারা মোবাইলে গেমস খেলা সময় নস্ট করে, তারা আর মোবাইলে গেমস খেলে সময় নস্ট না করে সহজ অনেক অ্যাপ আছে যেগুলো ডাউনলোড করে অনেক অর্থ উপার্জন করা যায়। যে সমস্ত গেমস খেলে আয় করা যায় তার মধ্যে কয়েকটির নাম নিচে দেওয়া হল। যেমন-
- Garena Free Fire.
- Ludo Supreme.
- Mobile Legends.
- Mobile Premier League.
- PUBG Mobile.
- Car Racing Games.
- Call of Duty.
- Clash Royale.
- Dream 11 Game.
- Winzo Game.
মোবাইলের মাধ্যমে এই সকল গেম খেলে ঘরে বসে অর্থ আয় করা যায়।
মোবাইল দিয়ে পেইড সার্ভের মাধ্যমে উপার্জন
নিজের হাতে থাকা স্মাটফোনের মাধ্যমে অর্থ আয়ের সবচেয়ে সেরা বা অনতম প্রধান পদ্ধতি অনলাইন জরিপ করা। আপনার মতামত প্রদানের মাধ্যমে আপনাকে অর্থ প্রদান করে থাকে সার্ভে সাইটগুলো। এই জরিপ প্রদানের মাধ্যমে আপনি খুব ভালো পরিমাণে অর্থ আয় করতে পারেন। প্রায় ৫ (পাঁচ) বছর হতে নিম্নে বর্ণিত সার্ভে সাইট বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যেমন-
- Opinionnow.com
- Ysense.com
- Toluna.com
- Swagbucks.com
- Viedviewpoints.com
- Neobux.com
- Paidviewpointa.com
মোবাইল দিয়ে ক্যাপচা টাইপ করে অর্থ উপার্জন
অবসর সময়ে মোবাইল দিয়ে অনলাইলে ক্যাপচা টাইপ করে আয় করতে পারেন। অনেক ক্যাপচা সাইট অনলাইলে রয়েছে সেখানে প্রতিদিন ৪-৫ ঘন্টা কাজ করে অর্থ আয় করতে পারেন ৪০০০- ৬০০০ টাকা। যে ক্যাপচা সাইট এর মাধ্যমে আয় করা যায় তাহলো-
- Captcha
- Captcha2Cash
- কালো ইত্যাদি।
মোবাইল দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে অর্থ উপার্জন
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এ কাজ করার লোক খুজছেন এমন অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি অনলাইনে রয়েছে। তাঁরা অনেক বেশী মানের বেতন দিতেও ইচ্ছুক। এই কাজগুলো করার জন্য আপনার কোন প্রয়োজন নেই অফিসের। আপনি আপনার ঘরে বসে আপনার সুবিধা মত কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এই সাইটগুলো হলো-
- Fivere.com
- Upwork.com
- Virtual staff Finder.com
- HelloRache.com
মোবাইল দিয়ে মাইক্রোওয়ার্ক এর মাধ্যমে অর্থ উপার্জন
দেশে ও দেশের বাইরে অনেক সাধারণ ও ছোট অনলাইন সাইট রয়েছে যেগুলের মাধ্যমে অল্প অল্প করে অর্থ আয় করা যায় যেমন- ভিডিও দেখা, পোস্ট শেয়ার করা, অ্যাপ ইনস্টল করা ইত্যাদি। মাইক্রোওয়ার্ক সাইট বলা হয় এই সাইটগুলোকে। অনলাইনে মোবাইল দেয়ে এই সকল সাইটে ছোট ছোট অর্থ আয় করা যায়। এইগুলোর মধ্য জনপ্রিয় কয়েকটি সাইট হলো। যেমন-
- পিকো কর্মী।
- দ্রুত কর্মী।
- মাইক্রোওয়ার্ক ইত্যাদি।
মোবাইল দিয়ে অনলাইন টিউশান করে অর্থ উপার্জন
যেকোনো শিক্ষিত বেকার বিশেষ করে ছাত্রদের অনলাইন টিউশন হলো অন্যতম জনপ্রিয় মাধ্যম। অনেকে বাড়ীতে বসে অনলাইনে বসে টিউটরিং ক্লাস করে ভালো অর্থ আয় করছেন। আপনি যে বিষয়ে পারদর্শী মোবাইল অনলাইনের মাধ্যমে সে বিষয়ে পড়িয়ে অর্থ আয় করতে পারেন। এছাড়াও আপনি বিভিন্ন কোর্স তৈরী করুন এবং অনলাইনে বিক্রয়ের মাধ্যমে অর্থ আয় করতে পারেন। আবার ভালো পারামরশক হিসাবে অনেক ভালো আয় করতে পারেন। অনলাইন টিউশন আপস সমূহ-
- Teacher App.
- Online teaching tools.
- Online Education App.
- attendance management software.
- Parents Teaching meeting.
- Government teacher.
- Army School Recuitment. etc
মোবাইলের মাধ্যমে ফেসবুক ই-কমার্স হতে অর্থ উপার্জন
বর্তমান বিশ্বে দিন দিন বাড়ছে ই-কমার্স এর চাহিদা, কারণ অনলাইনে কেনাকাটা করতে মানুষ এখন পছন্দ করে। তাইতো ই-কমার্স ব্যবসা চারিদিকে বাড়ছে। আপনি একটি ই-কমার্স ব্যবসা শুরু করতে পারেন আপনার হাতে থাকা মোবাইলে Facebook ব্যবহারের মাধ্যমে। আপনার পছন্দের পণ্য বিক্রয় করতে পারেন Facebook পেজের মাধ্যমে। আপনি Facebook শপ এর মাধ্যমে বিবরণ করতে পারেন বিক্রয় করা পণ্য।
মোবাইল এর মাধ্যমে ইন্সটাগ্রাম হতে অনলাইনে অর্থ উপার্জন
মোবাইল দিয়ে ইনস্টাগ্রাম এর মাধ্যমে ফেসবুকের মতো অনেক অর্থ আয় করতে পারেন। আপনার ইনস্টাগ্রামে আপনি যদি ভালোমানের সামগ্রী রাখেন এবং আপনার সামগ্রীটি যদি লোকেরা পছন্দ করবে ও অনুসরণ করবে। আপনার যদি ভালো অনুসরণ থাকে তাহলে করা হবে স্পনসর এবং আপনার সেই স্পনসর করা ছবি, ভিডিও বা লিঙ্ক হতে অর্থ আয় করতে পারেন। এছাড়াও আপনার পণ্য বিক্রয় ও অ্যাফিলিয়েট বাজারজাত করে অর্থ আয় করতে পারেন।
মোবাইলের মাধ্যমে পুরাতন পণ্য বিক্রয় করে অর্থ উপার্জন
আমাদের অনেক পুরনো পন্য রয়েছে যা আমাদের কাজে লাগেনা এবং আমরা ব্যবহার করিনা। এই সকল পণ্য বিক্রয়ের মাধ্যমে অর্থ আয় করা যায়। অনলাইনে এমন আকটি প্লাটফরম হলো, Sale.com আপনার পণ্যের ছবি এখানে আপলোড এর মাধ্যমে বিক্রয় করতে পারেন। সুতরাং সহজেই আপনার পুরাতন পণ্য বিক্রয় করতে পারেন এবং করতে পারেন অর্থ উপার্জন।
শেষকথা
আশাকরি আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের "মোবাইল দিয়ে অনলাইনে আয় করার সহজ ১০ উপায়'' সম্পর্কে অনেক তথ্য দিতে পেরেছি বলে আশাকরি। যা আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা অনলাইনে ঘরে বসে অর্থ আয় করতে চান তাদের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারে আসে তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url