ইউটিউব হতে টাকা ইনকামের সহজ কিছু উপায়
আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইনে ইনকানের সেরা ১০ উপয়ায়
বর্তমানে সারাবিশ্বে প্রায় ২০০ (দুইশত) কোটি মানুষ প্রতিনিয়ত ভিডিও দেখেন ইউটিউবে। আর এই প্লাটফর্ম- এ প্রিতিমিনিটে ভিডিও স্ট্রিম হয় প্রায় ৫০০ (পাঁচশত) ঘন্টা। এই কথা সকলেই জানেন যে ইউটিউব এখন শুধু বিনোদনের জন্য নয়, এটি এখন ইনকামের অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম। জনপ্রিয় এই ভিডিও প্লাটফর্ম হতে ব্লগারেরা প্রতিমাসে ইনকাম করেন কয়েক লক্ষ মার্কিন ডলার।
আর এর মাধ্যমে মুক্তি পাচ্ছে দেশ/ বিদেশের ছেলে- মেয়েরা বেকারত্ব থেকে। স্বাধীন পেশা হিসাবে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ইনকামের জন্য আপনিও চাইলে শুরু করতে পারেন ইউটিবার হিসাবে নিজের ক্যারিয়ার। আজকের আর্টিকেলে আমরা শেয়ার করবো "ইউটিউব হতে টাকা ইনকামের সহজ কিছু উপায়" সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- ইউটিউব হতে টাকা ইনকামের সহজ কিছু উপায়
- ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে জনপ্রিয় ৭টি ওয়েবসাইট
- ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার নিয়ম
- ইউটিউব হতে টাকা ইনকামের সহজ কিছু উপায়
- শেষকথা
ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে জনপ্রিয় ৭টি ওয়েবসাইট
অনলাইন প্লাটফরম গুলোতে সাধারণত আপনাকে ফ্রিল্যান্সিং ও বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করার সুযোগ করে দেয় এটি। আজকে আমরা আলোচনা করবো "ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে জনপ্রিয় ৭টি ওয়েবসাইট" সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক-
- ডিজিটাল মার্কেটিং
- ডাটা এন্ট্রি
- গ্রাফিক্স ডিজাইন
- ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
- সোশ্যাল মিডিয়া ম্যানেজার
- কন্টেন্ট রাইটিং
- ট্রান্সক্রিপশন
ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার নিয়ম
আপনিও আপনার মুল্যবান সময়কে কাজে লাগিয়ে প্রতিমাসে ইনকাম করতে পারেন লক্ষ লক্ষ টাকা। আর এইজন্য আপনার থাকতে হবে অনেক ধৈর্য ও পরিশ্রম করার মানসিকতা। তাহলেই আপনি ইনকাম করতে পারবেন টাকা এই গেম খেলার মাধ্যমে। আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো ''ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার নিয়ম'' সম্পর্কে। চলুন তাহলে দেখে নেওয়া যাক নিয়মগুলি-
- ইউটিউব ও ফেসবুক ভিড়িও আপলোড করে
- ফ্রি ফায়ার সম্পর্কে ব্লগসাইটে লেখার মাধ্যমে
- ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করে
- বিভিন্ন ধরণের টুর্নামেন্ট খেলে
ইউটিউব হতে টাকা ইনকামের সহজ কিছু উপায়
বর্তমানে স্বাধীন এই জনপ্রিয় পেশা ইউটিউব হতে ইনকাম করার জন্য আপনাকে স্মমুখীন হতে হবে শক্ত প্রতিযোগিতার। প্রথমে আপনাকে তৈরী করতে হবে স্থায়ী দর্শক ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। আপনাকে নজর দিতে হবে বেশ কিছু বিষয়ের উপর, তবেই পৌছাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে।
আরো পড়ুনঃ ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার নিয়ম
মোটেও বিসয়টি এমন নয় যে, শুধু ভিডিও আপলোড করলেই ইনকাম করে ফেলবেন। আপনাকে এইজন্য কাজ করতে হবে অনেক বিষয় বঝে- শুনে এবং কয়েকটি নিয়ম ও ফরমালিটিস। ফরমালিটি নিম্নরূপ-
*** একটি উন্নতমানের ক্যামেরা, মাইক্রোফোন এবং আলো একটি ভিডিওকে দিতে পারে প্রফেশনাল লুক। কি-ওয়ার্ড দিতে হবে প্রতিটি ভিডিওর সঙ্গে। সোশ্যাল মিডিয়া হতে নিজের ভিডিওতে ও নিজের ব্লগিং ওয়েবসাইটে নিতে হবে ট্রাফিক
*** করতে পারেন চ্যানেল মেম্বারশিপ। চ্যানেলের মেম্বর হলে দর্শকদের প্রচুর কমেন্ট পাবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার বাড়বে রোজগার। এছাড়া চ্যাট পেমেন্টের দ্বারা ইনকাম করা যায় ইউটিউব হতে। দর্শকদের কাছ হতে লাইভ স্ট্রিম এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
*** ভিডিও করতে পারেন লাইসেন্সিং। আপনার কোনো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আপনাকে টাকা দেবে বিভিন্ন মিডিয়া আপনার ভিডিও স্ট্রিম করার জন্য। আর এটাই হলো ভিডিও লাইসেন্সিং।
*** আপনার করা ভিডিও কোন শ্রেণীর দর্শকদের কাছে নিয়ে যাবেন ঠিক করুন সেটি আগে হতেই। যোগাযোগ স্থাপন করুন আপনি যাদের জন্য ভিডিও তৈরী করেছেন। উপযুক্ত বিষয় নির্বাচন করতে হবে ভিডিও তৈরীর আগেই এবং ভিডিও তৈরী করুন সেই বিষয়ের উপর। কারণ দর্শকদের সঙ্গে সুবিধা হবে যোগাযোগ স্থাপনে। কাজ করুন বিভিন্ন ব্রান্ডের সেই নির্দিষ্ট বিষয়ে।
*** প্রথমের দিকে শুধুমাত্র ইউটিউবের বিজ্ঞাপন দিয়ে ইনকামে জীবন চলা কঠিন হবে। তাই আপনার প্রয়োজন হবে অন্য কাজ করার। নিজের ভিডিওতে বিজ্ঞাপনের জন্য You Tube Partner Program এ দিতে পারন যোগ। এর মাধ্যমে তাঁরা প্রতিটা ভিডিও হতে ইনকামের টাকার একটি অংশ কন্টেন্ট ক্রিয়েটারদের ভাগ দেন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম।
*** বিজ্ঞাপন ছাড়াও ইউটিউবে ইনকামের আরো উপায় রয়েছে। যেমন- এখানে ইনকাম করা যায় কপি মগ, টি- শার্ট, বিভিন্ন ব্যাগসহ তাদের মার্চেনডাইস বিক্রিয়ের মাধ্যমে। তাই আপনি মার্চেনডাইস সেলফ রাখতে পারেন আপনার ভিডিও এর নিচে।
*** ইউটিউব হতে ইনকামের জন্য চ্যানেলে সাবস্ক্রাইবার কমপক্ষে এক হাজার থাকতে হবে এবং কোন টাকা পাবেন না সাবস্ক্রাইবার প্রতি। আপনার যত বেশী সাবস্ক্রাইবার রয়েছে ইনকামের সম্ভাবনা তত বেশী। যদি আপনি কোন প্রমোশনাল ব্রান্ডের সঙ্গে হাত মিলিয়ে এক সঙ্গে কাজ করতে চান তবে সাবস্ক্রাইবার আপনার চ্যনেলে জতবেশী থাকবে আপনার ইনকাম তত বেশী হবে।
*** আপনার ইনকাম শুরুর জন্য এক হাজার সাবস্ক্রাইবার সঙ্গে প্রয়োজন বার মাসে ভিউ চার হাজার ঘন্টা। ভিয় যত বেশী পাবেন ইনকামের সম্ভাবনা বাড়তে থাকবে ততই। মনে রাখতে হবে ভিডিওতে থাকা লঙ্কে ক্লিক করে পুরো বিজ্ঞাপন দেখলে তবেই ইনকাম হবে ইউটিউব হতে।
*** You Tube Studio হতে Monitization বিভাগে গিয়ে আপনার সিলেক্ট করতে পারেন চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর জন্য। প্রতিমাসে কত রোজগার হয়েছে এখানেই ড্যাশবোবোর্ডে দেখতে পারবেন।
*** একবার ইউটিউব হতে ইনকাম আপনি শুরু করলে You Tube Premiun এ করতে পারবেন সাইন আপ। আপনার এই ফিচারে সাবস্ক্রাইবাররা চাইলে বিজ্ঞাপন ছাড়াই অতিরিক্ত খরচ করে দেখতে পারে আপনার চ্যানেলের ভিডিও। সাবস্ক্রাইবারদের হতে ইনকামের দ্বিতীয় পথ হিসাবে You Tube Premiun কাজ করবে।
*** আপনার ইনকাম বাড়ানোর জন্য করতে পারেন অ্যাফিলিয়ট মার্কেটিং। তবে কোন ব্রান্ডের সঙ্গে গাটছাড়া থাকলে জানিয়ে দিন ভিডিও এর মাধ্যমে।
*** করতে পারেন ফ্যান ফান্ডিং। কিছু দর্শক আপনার চ্যানেলে এসে গেলে Buy Me A Coffee কিংবা Patreon, Tipee এর মতো প্লাটফরম হতে করতে পারবেন ইনকাম দর্শকদের কাছ হতে।
আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে জনপ্রিয় ৭টি ওয়েবসাইট
শেষকথা
আশাকরি আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে "ইউটিউব হতে টাকা ইনকামের সহজ কিছু উপায়'' সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে পেরেছি। যা আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে চান তাদের ক্ষেত্রে।
আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারে আসে তবে অবশ্যই আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url