ত্বকের উজ্জলতা বাড়ানোর ঘরোয়া পাঁচ ফেইস প্যাক

আরো পরূনঃ ত্বকের যত্নে শসা ব্যবহারে ১২ উপকারিতা

সুন্দর ত্বক কে না পছন্দ করে। সকলেই চায় উজ্জ্বল ও কোমল ত্বক। কিন্তু গরম মানেই রোদের সেই তীব্রতা। যা ত্বকের উজ্জলতাকে ধীরে ধীরে নষ্ট করে এবং ত্বক করে তোলে শুস্ক এবং নিস্প্রাণ। তাই ত্বকের উজ্জলতা ঠিক রাখতে প্রয়োজন বাড়তি যত্নের।

শুস্ক কিংবা তৈলাক্ত যেকোনো ত্বকরেই সমস্যা দেখা দেয় গরমে। প্রচন্ড গরমে ত্বক ঘামার করণে, তৈলাক্ত ত্বক আরো হয়ে উঠে তৈলাক্ত। আর বাইরের চলা- ফেরা করতে গিয়ে আটকে যায় সকল ধুলা- ময়লা, ফলে তৈলাক্ত ত্বকে সৃষ্ট হয় ব্রণের। 

আর সব সমস্যার হাত হতে আপনার ত্বকে বাঁচাতে ব্যবহার করতে পারেন হাতের কাছে পাওয়া সামগ্রী দিয়ে, ঘরোয়া উপায়ে তৈরী করা ফেইস প্যাক। আপনার নিজের বানানো ফেইস প্যাকগুলি ত্বকের উজ্জলাতা বাড়ানোর পাশাপাশি সাহায্য করবে ত্বককে সুস্থ রাখতে। 

তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "ত্বকের উজ্জলতা বাড়ানোর ঘরোয়া পাঁচ ফেইস প্যাক'' এবং এই ফেস প্যাকগুলো তৈরির নিয়ম সম্পর্কে সকল তথ্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

টমেটো এবং ব্রাইটেনিক মাস্ক ফেইস প্যাকের কার্যকরীতা

এই গরমে ত্বকের উজ্জলতা বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার। এটি সানট্যান দূর করার মাধ্যমে ন্যাচারাল গ্লো এনে দেয় আপনার ত্বকে। আর ব্রাইটেনিক ইফেক্ট এনে দিবে মাস্কটি আপনার ত্বকে। এই প্যাকটি আপনি ব্যবহার করবেন সপ্তাহে দু'ই বার।

টমেটো এবং ব্রাইটেনিক মাস্ক ফেইস প্যাক বানানোর নিয়ম

  • টমেটো একটি।
  • ব্রাইটেনিক মাস্ক এক টেবিল চামচ।
  • দুই/তিন ফোটা লেবুর রস।
এবার সবগুলো উপাদান ভালো মিশ্রণের মাধ্যমে করে তৈরী প্যাকটি আপনার ত্বকে ভালো করে ব্যবহার করুন এবং ১৫ মিনিটের অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। এভাবে কয়েকবার ব্যবহার করলে ফলাফল পাবেন।

হলুদ এবং অ্যালোভেরা জেল ফেইস প্যাকের কার্যকরীতা

অ্যালোভেরায় রয়েছে ৯৮ ভাগ পানি। যা ত্বক ভালো রাখার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এতে আরো রয়েছে অ্যান্টি ফাঙ্গাল প্রোপার্টিজ এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল। 

তাই চোখের উপরের ও নিচের কালো দাগ, বলিরেখা, ব্রণের দাগ এবং বয়সের ছাপ দূর করতে ও ত্বকের উজ্জলতা বাড়াতে অ্যালোভেরা অত্যাধিক কার্যকরী।

হলুদ এবং অ্যালোভেরা জেল ফেইস প্যাক বানানোর নিয়ম

  • এক চিমটি হলুদ গুড়া।
  • দুই টেবিল চামচ দুধ অথবা দুধের সর।
এবার দুধের সর বা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে প্যাকটি বানিয়ে ব্যবহার করুন আপনার ত্বকে। ২৫/৩০ মিনিট অপেক্ষা করার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

বেসন ও হলুদের ফেইস প্যাকের কার্যকরীতা

হলুদে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, কারকিউমিন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি নামক উপাদান। যা আপনার ত্বকের ক্ষতিকর ফ্রি রেডিক্যালের হাত থেকে রক্ষা করে ত্বককে। এটি ব্যবহার করার ফলে কোলাজেল বৃদ্ধি করে ভেতর থেকে ত্বককে করে তোলে গ্লো।

বেসন ও হলুদের ফেইস প্যাক বানানোর নিয়ম

  • হলুদের গুড়া দুই টেবিল চা চামচ।
  • বেসন চার টেবিল চামচ।
  • পরিমাণ মতো পানি। দুধ হলে ভালো হয়।
এখন সব উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে প্যাকটি বানিয়ে ব্যবহার করুন আপনার ত্বকে। ২৫/২০ মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

মুলতালি মাটির ফেইস প্যাকের কার্যকরীতা

মুলতানি মাটি আপনার ত্বককে সাহায্য করে মুখের ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে। চন্দনের গুঁড়া ও হলুদের গুঁড়া ত্বকের উজ্জলতা বৃদ্ধির পাশাপাশি দূর করে কালো দাগ।

মুলতালি মাটির ফেইস প্যাক বানানোর নিয়ম

  • মুলতানি মাটি দুই টেবিল চামচ।
  • টমেটোর রস দুই টেবিল চামচ ।
  • চন্দনের গুঁড়া এক টেবিল চামচ।
  • হলুদের গুঁড়া এক চিমটি।
সকল উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে বানিয়ে ফেলুন প্যাক এবং ব্যবহার করুন আপনার ত্বকে। ১৫ মিনিটের মতো অপেক্ষা করার পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনার ত্বক। এটি ত্বকের উজ্জলতা বাড়াতে খুবই কার্যকরী।

টক দই ও শসার ফেইস প্যাকের কার্যকরীতা

নিস্প্রাণ ত্বকের প্রাণ ফিরিয়ে আনতে শসাতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট খুবই কার্যকরী। এই প্যাকটি দূর করে রোদে পোড়া দাগ এবং ত্বক করে তোলে নরম ও কোমল। এটি ত্বকের আদ্রতা ধরে রাখতে এবং ত্বকের অতিরিক্ত তেল অপসারণে সাহায্য করে।

টক দই ও শসার ফেইস প্যাক বানানোর নিয়ম

  • ছোট একটি শসা।
  • টকদই তিন টেবিল চামচ। 
শসাগুলো ভালো করে কুঁচি করে টক দইয়ের সঙ্গে সুন্দর করে মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করুন আপনার ত্বকে। এভাবে ৫/৭ মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জলতা বাড়াতে টিপস

  • ত্বক সুস্থ রাখতে পান করুন বিভিন্ন ফলের রস। 
  • ঘরের বাইরে গেলে অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। 
  • সপ্তাহে কমপক্ষে একদিন ত্বকে ক্লেনজিং এক্সফোলিয়েট করুন। 
  • গরমে ত্বকের উজ্জলতা বাড়াতে পান করুন পর্যাপ্ত (দশ- বারো) পরিমাণে পানি।
  • গরমকালে বাদ দেওয়া যাবেনা ময়েশ্চারাইযার ব্যবহার। এই সময় ব্যবহার করুন লাইট ওয়েটের বা জেল জাতীয় ময়েশ্চারাইযার। 

গরমে ত্বকের উজ্জলতা বাড়াতে- শেষকথা

অনেকের ধারণা এই গরমে ত্বক সুস্থ এবং হাইড্রেট রাখার জন্য শুধু পানি পান করলেই চলবে। এই ধারণা অনেকটাই ভূল। ত্বক উজ্জ্বল ও ভালো রাখতে আপনাকে পানি পান করার পাশাপাশি ব্যবহার করতে হবে বিভিন্ন ফেইস প্যাক। 
আশাকরি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সঙ্গে "ত্বকের উজ্জলতা বাড়ান ঘরোয়া পাঁচ ফেইস প্যাক'' ও ফেইস প্যাক বানানোর নিয়ম সম্পর্কে অনেক তথ্য শেয়ার করতে পেরেছি। যা আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাকরি।

আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তবে এটি অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url