ত্বকের যত্নে আনারসের তৈরী জাদুকরী মাস্ক টিপস
আরো পড়ুনঃ ত্বকের উজ্জলতা বাড়ানোর ঘরোয়া পাঁচ ফেইস প্যাক
আমাদের খুবই পরিচিত মৌসুমি ফল আনারস। এই ফলকে তাঁর সৌন্দর্য এর জন্য আখ্য দেওয়া হয়েছে "স্বর্ণকুমারী'' নামে। এই ফল যেমন দেখতে ও খেতে সুন্দর তেমনি এর গুণও রয়েছে অনেক। আনারসে রয়েছে ব্রমেলেইড নামক এনজাইম যা মানুষের ত্বকের জন্য খুবই কার্যকরী।
তাছাড়াও আনারস ত্বকের মৃত কোষ, বয়েসের দাগ, ত্বকের উপরিভাগের ময়লা, ফাইন লাইন এবং সানবার্ন এর মতো কঠিন দাগ তুলে ফেলার মাধ্যমে ত্বককে করে তোলে সফট। এমনকি আনারসের তৈরি ফেসিয়াল মাস্ক ব্যবহারে ত্বকে ব্রণ হওয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো সুন্দর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর মৌসুমি ফল আনারসের তৈরী ত্বকের যত্নে জাদুকিরী ফেসমাস্কের প্রসঙ্গে। আশাকরি আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন এবং যেনে নিবেন ফেসমাস্ক তৈরি ও ব্যবহারের নিয়ম এবং এর ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- ত্বকের যত্নে আনারসের তৈরী জাদুকরী মাস্ক টিপস
- আনারসে থাকা বিভিন্ন পুষ্টিগুণ
- আনারস ও মধুর ফেসমাস্কের উপকারিতা
- আনারস ও মধুর ফেসমাস্ক তৈরী ও ব্যবহার
- আনারস, মধু এবং ডিমের সাদা অংশের ফেসমাস্কের উপকারিতা
- আনারস, মধু এবং ডিমের সাদা অংশের ফেসমাস্ক তৈরী ও ব্যবহার
- আনারস, মধু এবং পেঁপের ফেসমাস্কের উপকারিতা
- আনারস, মধু এবং পেঁপের ফেসমাস্ক তৈরী ও ব্যবহার
- আনারস এবং নারিকেলের দুধের ফেসমাস্কের উপকারিতা
- আনারস এবং নারিকেলের দুধের ফেসমাস্ক তৈরী ও ব্যবহার
- ফেসমাস্ক ব্যবহারের টিপস
- আনারসের ফেসমাস্ক ব্যবহারের শেষকথা
আনারসে থাকা বিভিন্ন পুষ্টিগুণ
সন্দর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর মৌসুমি ফল আনারসের প্রতি ১০০ গ্রাম রয়েছে-
পুষ্টির নাম পুষ্টির পরিমাণ
- ভিটামিন- সি ৪৭.৮ মিলিগ্রাম।
- ভিটামিন বি-১ ০.১১ গ্রাম।
- ভিটামিন বি-২ ০.০৪ মিলিগ্রাম।
- প্রটিন ০.৬ ভাগ।
- সহজপাচ্য ফ্যাট ০.১২ গ্রাম।
- ক্যালসিয়াম ১৮ মিলিগ্রাম।
- ফসফরাস ০.০২ গ্রাম।
- শর্করা ১৩.১২ গ্রাম।
- আঁশ ১.৪ গ্রাম।
- খনিজ পদার্থ ০.৫ গ্রাম।
- লৌহ ১.২ গ্রাম।
আনারস ও মধুর ফেসমাস্কের উপকারিতা
আনারস ও মধুর ফেসমাস্ক তৈরী ও ব্যবহার
আনারস, মধু এবং ডিমের সাদা অংশের ফেসমাস্কের উপকারিতা
আনারস, মধু এবং ডিমের সাদা অংশের ফেসমাস্ক তৈরী ও ব্যবহার
আনারস, মধু এবং পেঁপের ফেসমাস্কের উপকারিতা
এই ফেসমাস্ক ব্যবহার করার ফলে বজায় রাখবে আপনার ত্বকের আর্দ্রতা, বৃদ্ধি করবে ত্বকের উজ্জলতা এবং ত্বকের কাজ করবে এক্সফলিয়েটর হিসাবে।
আনারস, মধু এবং পেঁপের ফেসমাস্ক তৈরী ও ব্যবহার
আনারস, পাকা পেপে এবং এক টেবিল চামচ মধু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করুন এবং এই পেস্টগুলো আপনি আপনার হাতের আঙ্গুল দিয়ে ত্বকে ও গলায় (চোখের এরিয়া বাদে) সুন্দর করে লাগান। এবার আপনি রিলাক্স করে ১০ মিনিট বসে অপেক্ষা করুন।
১০ মিনিটের মতো অপেক্ষা করার প্রথমে হালকা গরম পানি দিয়ে এবং একটু পরে আরেকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার শুকনো তোয়েল দিয়ে মুছে লাগিয়ে দিন ময়েশ্চারাইজার ক্রিম। এইভাবে ব্যবহার করার ফলে আপনার ভেতর থেকে আপনার ত্বক থাকবে আর্দ্র এবং কোমল।
আনারস এবং নারিকেলের দুধের ফেসমাস্কের উপকারিতা
এই মাস্ক ব্যবহার করার ফলে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জল এবং ফিরিয়ে আনবে আপনার ত্বকের লাবন্যতা।
আনারস এবং নারিকেলের দুধের ফেসমাস্ক তৈরী ও ব্যবহার
পরিমাণ মতো আনারস ও নারিকেলের দুধ ভালোভাবে একসঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন পেস্ট। এই পেস্ট আপনি আপনার হাতের আঙ্গুল দিয়ে ত্বকে ও গলায় (চোখের এরিয়া বাদে) সুন্দর করে লাগান। এবার আপনি রিলাক্স করে ১৫ মিনিট বসে থাকুন।
ফেসমাস্ক ব্যবহারের টিপস
- সবচেয়ে ভালো হয় ফেসমাস্ক ব্যবহার করে যে সময় অপেক্ষা করবেন সেই সময় শুয়ে অথবা কোথাও হেলান দিয়ে দুই টুকরো শশা বা ভেজা কটন বল আপনার চোখের উপর দিয়ে রাখেলে।
- যেকোনো ফেসমাস্ক ব্যবহারে পূর্বে ভালোভাবে আপনার ত্বক পরিস্কার করুন এবং নিশ্চিত হন আপনার ত্বকে কোন প্রকার লোশন বা ক্রিম যেন না থাকে।
- ফেসমাস্ক সবসময় তৈরী করবেন ফ্রেস ফ্রুট দিয়ে পাশাপাশি আমরা সব সময় চেষ্টা করবো ফ্রেস ফ্রুট খাওয়ার জন্য।
আনারসের ফেসমাস্ক ব্যবহারের শেষকথা
আশাকরি আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা "ত্বকের যত্নে আনারসের তৈরী জাদুকরী মাস্ক টিপস'' সম্পর্কে আপনাদের অনেক তথ্য শেয়ার করতে পেরেছি। আমাদের সকলের উচিৎ বাজারের কেনা বিউটি সামগ্রীর উপর পুরোপুরি নির্ভরশীল না থেকে হাতের কাছে থাকা বিভিন্ন উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়ার প্রতি মনোযোগ দেওয়া।
আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তবে এটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, সবাইকে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url