এক দিনের ছুটিতে ঢাকার পাশেই ঘুরে আসুন
আরো পড়ুনঃ ধ্বংসের দ্বার প্রান্তে পাগলা রাজার রাজবাড়ী
একঘেয়েমি কর্মময় জীবন থেকে কোলাহলমুক্ত থেকে কিছুটা সময় কাটাতে কেনাচায়! কিন্তু সময় সল্পতার কারণে দূরে কোথাও থেকে ঘুরে আসা আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয়ে উঠে না। তাই আমরা অনেকেই সন্ধান করে থাকি। আমাদের সকলের উচিৎ শারীরিক ও মানুসিক প্রশান্তির জন্য কিছু বিনোদনের প্রয়োজন।
তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো রাজধানী ঢাকার নিকটে বেশ কিছু জনপ্রিয় স্থানের সঙ্গে। যেখানে আপনারা চাইলে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একদিনের জন্য ঘুরে আসতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক স্থানগুলি-
আজকের পাঠ্যক্রম- এক দিনের ছুটিতে ঢাকার পাশেই ঘুরে আসুন
- ড্রিম হলিডে পার্ক ঘুরে আসুন একদিন ছুটিতে
- পদ্মা রিসোর্ট ঘুরে আসুন একদিন ছুটিতে
- বঙ্গবন্ধু সাফারি পার্ক ঘুরে আসুন একদিন ছুটিতে
- জল জঙ্গলের কাব্য ঘুরে আসুন একদিন ছুটিতে
- নকশী পল্লী ঘুরে আসুন একদিন ছুটিতে
- জিন্দা পার্ক ঘুরে আসুন একদিন ছুটিতে
- মৈনট ঘাট ঘুরে আসুন একদিন ছুটিতে
- গোলাপ গ্রাম ঘুরে আসুন একদিন ছুটিতে
- নিকলী হাওর ঘুরে আসুন একদিন ছুটিতে
- মহেরা জমিদার বাড়ি ঘুরে আসুন একদিন ছুটিতে
- শেষকথা
ড্রিম হলিডে পার্ক ঘুরে আসুন একদিন ছুটিতে
বর্তমান সময়ের শীর্ষে থাকা থিম পার্কটি ঢাকার নিকটে নরসিংদীতে অবস্থিত। এখানে আপনি আপনার পরিবার কিংবা বন্ধু- বান্ধবীদের সারাদিন আনন্দ আর হৈ চৈ করে কাটিয়ে দিতে পারবেন একটি দিন। আবার আপনি চাইলে এখানে পিকনিক করতে পারেন এই পার্কে। এখানে পিকনকের সকল ব্যবস্থাসহ রাত্রি যাপনের জন্য এখানে রয়েছে রিসোর্টের সু- ব্যবস্থা।
পদ্মা রিসোর্ট ঘুরে আসুন একদিন ছুটিতে
সকলেই পছন্দ করেন প্রাকৃতিক দৃশ্য আর নদীর পাড়ে ঘুরতে। আর এমন কিছু দেখতে একটু সময় করে ঘুরে আসতে পারেন মুন্সিগঞ্জে গড়ে উঠা অপরূপ সৌন্দর্য মন্ডিত পদ্মা রিসোর্ট থেকে। এই রিসোর্টে আপনি আপনার পরিবার কিংবা বন্ধু- বান্ধব নিয়ে ঘুরে আসুন। খেলার বিশাল বড় মাঠসহ রেস্টুরেন্ট ও রিভার ক্রুজ এ সময় কাটাতে পারবেন আনন্দের সঙ্গে।
বঙ্গবন্ধু সাফারি পার্ক ঘুরে আসুন একদিন ছুটিতে
বঙ্গবন্ধু সাফারি পার্কটি ঢাকা ময়মংসিংহ মহা সড়কের পার্শ্বেই জিন্দা বাজার নামক স্থান হতে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনি দেখতে পাবেন দূলভ কিছু জিনিস যা দেখে খুব সহজেই আনন্দে নেচে উঠবে আপনার প্রাণ। তাই পরিবার বা বন্ধুদের দেশের মধ্যেই বিদেশের আনন্দ উপভোগ করতে চাইলে ঘুরে আসুন বঙ্গবন্ধু সাফারি পার্ক।
জল জঙ্গলের কাব্য ঘুরে আসুন একদিন ছুটিতে
ঢাকা বিভাগে অন্যতম জনপ্রিয় বিনোদন স্পট গাজিপুরের পুবাইলে অবস্থিত জল জঙ্গলের কাব্য। শহরের জীবন থেকে গ্রামীন প্রকৃতির খোলামেলা পরিবেশ উপভোগ করতে চাইলে আপনে যে কাউকে নিয়ে ঘুরে আসতে পারেন জল জঙ্গলের কাব্য হতে। এখানে আপনি চাইলে সকাল, দুপুর, বিকাল কিংবা রাতের খাবার গ্রামীণ পরিবেশে বসে মহা আনন্দে খেতে পারবেন।
নকশী পল্লী ঘুরে আসুন একদিন ছুটিতে
ঢাকার পূর্বাচল বালু নদীর পার্শ্বে নকশী পল্লী রেস্তরাঁ অবস্থিত। এটাকে অনেকে পার্ক কিংবা পিকনিক স্পট মনে করলেও এটি মূলত একটি রেস্তরাঁ। এখানে আপনি খেতে খেতে উপভোগ করতে পারবেন খোলা- মেলা প্রাকৃতিক সৌন্দর্য। তবে আপনি সময় ও সুযোগ পেলে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে বোডে করে ঘুরে বেড়াতে পারবেন নদীতে।
আরো পড়ুনঃ মিনি কক্সবাজার এখন হালতি বিল
জিন্দা পার্ক ঘুরে আসুন একদিন ছুটিতে
কম খরচে এবং কম সময়ে ঘোরার জন্য ঢাকার পূর্বাচল হাইওয়ের অতি নিকটে জিন্দা পার্কটি অবস্থিত নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জে। এখানে আপনি আপনার পরিবার কিংবা বন্ধুদের নিয়ে চির সবুজের মধ্যে সারাদিন আনন্দের সঙ্গে ঘোরা ফেরা করতে পারবেন এবং আপনি চাইলে ফিরে না গিয়ে পার্কের ভিতরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে রাত্রি যাপন করতে পারবেন।
মৈনট ঘাট ঘুরে আসুন একদিন ছুটিতে
দোহার উপজেলায় অবস্থিত মৈনট ঘাট। যাদের হাতে সময় একেবারেই কম তাঁরা মৈনট ঘাট বা মিনি কক্সবার থেকে খুব সহজেই ঘুরে আসতে পারেন। এখানে ঘুরতে আসলে আপনার মনে হবে যেন সাগরের বেলাভূমির কাথে। এখানে আপনি সূর্যাস্তের যে মনোরম দৃশ্য দেখতে পাবেন তা অনেক দিন আপনার চোখে লেগে থাকবে। এছাড়াও আপনি চাইলে এখানে খেতে পারবেন পদ্মার ইলিশ ও বোড নিয়ে ঘুরতে পারবেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url