ত্বকের যত্নে ফলের খোসা ব্যবহার করুন

আরো পড়ুনঃ ত্বকের যত্নে প্রাকৃতিক ভাবে কমলার রসের উপকারিতা

ফল এমন একটি খাবার যা দেশের কিংবা বিদেশের প্রায় সকল মানুষের কাছেই প্রিয়। কিন্তু আমরা অনেকেই জানিনা যে, ফেলে দেওয়া এই ফলের খোসাতে রয়েছে প্রচুর উপকারি জৈব রাসায়নিক। তাই আমরা ফল খাওয়ার পর খোসা ফেলে দেই। বিশেষ কিছু ফল আছে যে ফলের খোসায় রয়েছে ত্বক উজ্জল করার অনেক উপকারি উপাদান। যা ব্যবহার করার মাধ্যমে কয়েক সপ্তার মধ্যে আপনারা পাবেন ত্বকের উজ্জলতা।

আর এই জন্য আপনাদের সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন মৌসুমে ফলের খোসা। তাই ঘরে বসে খুব সহজেই পাবেন প্রাকৃতিক উপায়ে ঝক ঝকে উজ্জল ত্বক। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "ত্বকের যত্নে ফলের খোসার ব্যবহার" সম্পর্কে। আশাকরি আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু হতে শেষ পর্যন্ত পড়লে জানতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

আজকের পাঠ্যক্রম- ত্বকের যত্নে ফলের খোসা ব্যবহার করুন 

  • ত্বকের যত্নে ফলের খোসা ব্যবহার করুন
  • ত্বকের যত্নে শসার খোসার ব্যবহার
  • ত্বকের যত্নে কমলার খোসার ব্যবহার
  • ত্বকের যত্নে জাম্বুরার খোসার ব্যবহার
  • ত্বকের যত্নে কলার খোসা ব্যবহার
  • ত্বকের যত্নে লেবুর খোসার ব্যবহার
  • ত্বকের যত্নে ডালিমের খোসা ব্যবহার
  • ত্বকের যত্নে আপেলের খোসা ব্যবহার
  • ত্বকের যত্নে পেঁপের খোসার ব্যবহার 
  • শেষকথা

ত্বকের যত্নে ফলের খোসা ব্যবহার করুন 

দাগহীন সুন্দর ত্বক কে না চায়। আমাদের সবারই কাম্য উজ্জল ত্বক। আর এই দাগহীন, সুন্দর ও উজ্জল ত্বক পেতে আমরা ঘাটতি রাখিনা যত্নের। এই কারণে আমরা ব্যবহার করি দেশি- বিদেশি অনেক নামি- দামি ব্র্যান্ডের নানান প্রিসাধনী। কিন্তু আমরা জানিনা যে, আমাদের ফেলে দেওয়া উপাদান দিয়ে ঘরে বসে প্রাকৃতিকভাবে পেতে পারি সুন্দর, উজ্জল এবং কোমল মোলায়েম ত্বক। আর সেটা সম্ভব আমাদের না ব্যবহার করা বা ফেলে দেওয়া বিভিন্ন ফলের খোসার সঠিক ব্যবহারের মাধ্যমে। চলুন নেওয়া যাক-

ত্বকের যত্নে শসার খোসার ব্যবহার

শসার খোসা ত্বকের স্বাস্থ্য ফিরিয়ে আনার ক্ষেত্রে কাজ করে একাই একশো। ডার্ক সার্কেল ও ব্রণ এর উপর ত্বকের রোগ সম্পর্কে বিশেষজ্ঞরা সব সময় পরামর্শ দিয়ে থাকেন শসার খোসা লাগানোর জন্য। আর এটি ব্যবহার করার ফলে সঙ্গে সঙ্গে মিলবে সুফল। এটি কিছুদিন ব্যবহার করলে দেখতে পাবেন আপনার এই ধরণের সমস্যাগুলো নিরমূল হয়ে গিয়েছে এবং বাড়বে আপনার ত্বকের উজ্জলতা। তাই ত্বক ভালো রাখার জন্য নিয়মিত ব্যবহার করতে ভুলবেনে শসার খোসার ব্যবহার।

ত্বকের যত্নে কমলার খোসার ব্যবহার

প্রাক্রিতিকভাবে কমলা হলো ভিটামিন 'সি' এর অন্যতম প্রধান উৎস। আর প্রাকৃতিক তেল এবং ভিটামিন 'সি' রয়েছে কমলার খোসায়। কমলার খোসা সবচেয়ে ভালো কাজ করে এক্সফোলেয়েটর হিসাবে। যা ত্বকের কালো দাগ ও ব্রণ দূর করে এটি। তাছাড়া কমলার খোসা বিশেষভাবে সাহায্য করে ত্বকে কোলাজেন তৈরিতে। কোলাজেন আমাদের রক্ষা করে ত্বক ঝুলিয়ে যাওয়ার হাত হতে। এটি ব্যবহার উপজোগী করার জন্য ভালোভাবে শুকিয়ে গুড়া করতে হবে। এরপর গুড়ার সঙ্গে পরিমাণ মত দই মিশিয়ে ব্যবহার করুন ত্বকে।

আরো পড়ুনঃ ত্বকের যত্নে কলা ও কলার খোসার ব্যবহার

ত্বকের যত্নে জাম্বুরার খোসার ব্যবহার

অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন 'সি' এবং কোলেজেন এ ঠাসা থাকে জাম্বুরা। আমাদের বয়সের ছাপ কমাতে জাম্বুরার খোসার তুলুনা মেলাভার। এছাড়াও আমাদের ত্বকে কোন আঘাতের দাগ থাকলে জাম্বুরার খোসা সাহায্য করে সেই দাগ দূর করতে। জাম্বুরার খোসা ব্যবহার করার পূর্বে এটি ভালোকরে শুকিয়ে গুড়া করুন। এবার একটি স্ক্রাব বানিয়ে ফেলুন পরিমাণ মত নারিকেল তেল আর জাম্বুরার খোসার গুড়া মিশিয়ে। এবার ব্যবহার করুন আপনার ত্বকে। 

ত্বকের যত্নে কলার খোসা ব্যবহার

কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন 'এ, বি, এবং সি। আর এই ভিটামিনগুলো ত্বকের উজ্জলতা বাড়াতে খুবই কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও এটি ত্বকের শুস্ক ভাব দূর করার মাধ্যমে ত্বককে করে তোলে কোমল। পাশাপাশি এটি দূর করে মুখের কালো দাগ। কলার খোসার ভিতরের নরম অংশ আলতো করে আপনার ত্বকে একটু ঘুসুন। ১০/১৫ মিনিট পর ধুয়ে ফেলুন আপনার ত্বক। দেখবেন ম্যাজিকের মত কাজ হয়েছে।

ত্বকের যত্নে লেবুর খোসার ব্যবহার

লেবুর খোসায় সাইট্রিক অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে। আর সাইট্রিক অ্যাসিড ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে ত্বক করে তোলে উজ্জল। লেবুর খোসা ব্যবহারের পূর্বে শুকিয়ে ভালোকরে গুড়ো করে ফেলুন। তারপর ব্যবহার করুন এর সঙ্গে পরিমাণ মত মধু মিশিয়ে মাস্ক বানিয়ে।

ত্বকের যত্নে ডালিমের খোসা ব্যবহার

ডালিমের খোসায় এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা ব্যবহার করার মাধ্যমে আপনার ত্বকের উপরে জমিয়ে থাকা যে মৃত কোষের আস্তরণ আছে সেইগুলোকে এটি সরিয়ে ফেলে। ফলে আপনার ত্বকের পিএইচ লেভেলকে করে তোলে স্বাভাবিক পাশাপাশি ত্বককে করে তোলে উজ্জল।

ত্বকের যত্নে আপেলের খোসা ব্যবহার

আপেলের খোসায় স্কিন হোয়াইটনিক প্রপাটিজ থাকে প্রচুর পরিমাণে। এই কারণে প্রতিদিন যদি আপেলের খোসা ত্বকে লাগানো হয়, তবে অল্প দিনের মধ্যে ত্বক উজ্জল হবে। আর এটি ব্যবহারের করার জন্য প্রথমে এর খোসা গুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর খোসাগুলো একটি পাত্রে করে পানিতে ডুবিয়ে কিছুক্ষণ গরম করুন পানি। পানি ঠান্ডা হলে আস্তে আস্তে আপনার গোটা মুখে লাগিয়ে দিন। এভাবে কয়েক সপ্তাহ ব্যবহার করলেই হাতে নাতে পেয়ে যাবেন ফলাফল।

ত্বকের যত্নে পেঁপের খোসার ব্যবহার

পেঁপের খোসা একেবারে পরিপূর্ণ বিভিন্ন এনজাইম আর ভিটামিনে। তাই প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে পেঁপের খোসা কাজ করে। এক্সফোলিয়েটর হলো ত্বকের মৃত্যু কোষ্গুলোকে দূর করার জন্য একটি সহজ পদ্ধতি যা ত্বককে কোমল ও উজ্জল করে তোলে। আপনার ত্বক পরিস্কার করার পর এর খোসার ভেতরের দিক দিয়ে ত্বকে ঘুসুন। এবার অপেক্ষা করুন ১০/১৫ মিনিট। 

এখন হালকা গরম পানি দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন। এইভাবে নিয়মিত পেঁপের খোসা ব্যবহার করলে দূর হয় মৃত্যু কোষ এবং ময়লা জমে না কোষের গোড়ায়। ফলে হয় না ব্রণ ও ব্লাহেডস আর বাড়তি উজ্জলতা আসে আপনার ত্বকে।

আরো পড়ুনঃ রূপচর্চায় চা পাতার ব্যবহার

শেষকথা

আশাকরি আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের মাঝে "ত্বকের যত্নে ফলের খোসা ব্যবহার" সম্পর্কে অনেক তথ্য শেয়ার করতে পেরেছি। যা আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চান তাদের ক্ষেত্রে। আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তবে এটি অন্যের সঙ্গে শেয়ার করতে ভূলবেন না হিন্তু। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭