ফেসবুক পেজে টাকা আয় করার সেরা ৬ উপায়
আরো পড়ুনঃ ইউটিউব হতে টাকা ইনকামের সহজ কিছু উপায়
বর্তমান বিশ্বে যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে তার মধ্যে এখন সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক মাধ্যম। অনেকেই এই জনপ্রিয় মাধ্যম ব্যবহার করে নিয়মিত, কিন্তু তাঁরা অনেকেই জানেন না যে, ফেসবুক এর মাধ্যমে স্বাধীনভাবে টাকা আয় করা যায়। আবার অনেকে জানলেও, জানেন না কি পদ্ধতি বা মাধ্যম অবলম্বন করার মাধ্যমে আয় করা যায় টাকা। তাই এই বিষয়ে জানার জন্য অনেকেই গুগলে সার্চ করেন। আপনি যদি এ বিষয়ে জানতে চান, তবে আপনি সঠিক স্থানে এসেছেন।
কারণ আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি "ফেসবুক পেজে টাকা আয় করার সেরা ৬ উপায়" সম্পর্কে। আপনি যদি আজকের আর্টিকেলটি মনোযোগের সঙ্গে পুরোটাই পড়েন তাহলে আপনি অনেক উপকৃত হবেন বলে আমরা আশাকরি। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- ফেসবুক পেজে টাকা আয় করার সেরা ৬ উপায়
- ফেসবুক হতে আয় করা টাকা হালাল না হারাম
- ফেসবুক পেজে টাকা আয় করার সেরা ৬ উপায়
- ফেসবুকে কত টাকা দেয় কত ভিউতে
- ফেসবুক পেজ মনিটাইজেশন আপডেট ২০২৪
- শেষকথা
ফেসবুক হতে আয় করা টাকা হালাল না হারাম
আপনাদের অনেকেই জানতে চান ফেসবুক হতে আয় করা টাকা হালাল না হারাম। আর তাই আজকের আর্টিকেলের আমরা অন্য আলোচনার পাশা-পাশী আলোচনা করবো গুরুত্বপূর্ণ এই বিসয়টি। যদি আপনার ফেসবুক পেজে আপলোড করা বা তৈরী ভিডিওতে হারাম কিছু কিংবা অশ্লীল কিছু না থাকে, তাহলে ফেসবুক ফেজ হতে আয় করা টাকা হালাল হবে।
আপনার ভিডিও কন্টেন্ট এ যদি হারাম কোন বা মিথ্য কোন বিষয় নিয়ে তৈরী এবং ফেসবুক পেজে সেই ভিডিও আপলোডের মাধ্যমে আয় করা টাকা কোনোভাবেই হালাল হবেনা এটি হবে হারাম। আশাকরি আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ফেজবুক পেজ হতে আয় করা টাকা হালাল না হারাম তা আমরা আপনাদে বুঝাতে পেরেছি বলে আশাকরি।
ফেসবুক পেজে টাকা আয় করার সেরা ৬ উপায়
বর্তমানে ফেজবুক পেজের মাধ্যমে উপার্জনের জন্য কর্তৃপক্ষ সুযোগ দিয়েছেন। তাই আর দেরীনা করে আপনি বিস্তারিতভাবে নিয়ম যেনে নিজের ক্যারিয়ার গড়তে পারেন। সারা বিশ্বে বর্তমানে প্রায় ২ (দুই) বিলিয়ানের বেশী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে বিশ্বের আরেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মের চেয়ে অনেক বেশী এগিয়ে রয়েছে ফেসবুক প্লাটফর্ম। ইতিপূর্বে ফেসবুককে বিনোদনের একটি মাধ্যম হসাবে ব্যবহার করলেও বর্তমানে টাকা আয় করার একটি প্লাটফর্ম হিসাবে বেছে নিয়েছে অনেকে।
আজকের আলোচনায় আমরা ফেসবুক হতে টাকা আয় করার সেরা ৬ উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। কারণ আপনি যদি মনে করেন আপনি ভিডিও আপলোড করে ফেসবুক পেজে দিলেই টাকা আয় হবে। তাহলে আপনি ভূল জানেন, কারণ বিশেষ কিছু নিয়ম পরিপূর্ণ হলেই কেবল আপনি টাকা আয় করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নিয়মগুলি-
*** ইন-স্ট্রিম অ্যাড- ফেসবুক পেজে ইন-স্ট্রিম অ্যাড এর মাধ্যমে আয় করা যায় টাকা। ফেসবুক পেজে ভিডিওর মধ্যে থাকা বিজ্ঞাপন গুলো সবচেয়ে বেশী আকর্ষণ করে ভিউয়ারদের। তাই ইন-স্ট্রিম বিজ্ঞাপন ফেসবুক পেজে অধিক কার্যকর স্বতন্ত্র বিজ্ঞাপনের চেয়ে। কারণ স্বতন্ত্র বিজ্ঞাপনগুলো ভিউয়ারসরা বেশিরভাগ স্কিপ করে। কিন্তু ইন-স্ট্রিম বিজ্ঞাপন উপস্থাপনা করা হয় গল্পের আকারে। কিন্তু ইন-স্ট্রিম বিজ্ঞাপনের জন্য পেজটিতে আপনার ফলোয়ার থাকতে হবে কমপক্ষে ৫ (পাঁচ) হাজার।
আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইনে ইনকানের সেরা ১০ উপয়ায়
*** পেইড সাবস্ক্রিপশন- ফেসবুক পেজে টাকার বিনিময়ে আপনি আয় করতে পারেন সাবস্ক্রিপশন বাড়িয়ে। এই সুবিধা আপনি পেতে পারেন ফেসবুকে ইনভাইটেশন ফিউচারের মাধ্যমে। এই সুবিধাটি আপনি নিতে পারবেন পেইড সাবস্ক্রিপশন এর শর্ত পূরণ করার মাধ্যমে।
*** আয় করা যায় ব্লগ প্রচার করে- কোন ব্লগিং ওয়েবসাইট যদি আপনার থাকে তবে ফেসবুক পেজের মাধ্যমে আপনি তাঁর প্রচার- প্রচারণা করতে পারেন। ব্লগের সঙ্গে যারা যুক্ত তাঁরা জানেন যে, ট্রাফিকের উপর ভিত্তি করে তাদের আয় হয় টাকা।
*** পেইড ইভেন্ট- একটি পেইড ইভেন্ট তৈরির মাধ্যমে টাকার বিনিময়ে ফেসবুক পেজে সেটি পরিচালনার করে আয় করা যায় টাকা। ফেসবুক পেজের মাধ্যমে পেইড ইভেন্টের সাহায্যে সময়সূচী নির্ধারণ করে করতে পারেন পরিচালনার। আপনাকে প্রথমে চালু করতে হবে ফেসবুক ইভেন্ট। ক্লিক করতে হবে আপনার তৈরি করা নতুন ইভেন্ট ট্যাবটিতে। এরপর ইভেন্ট অপশান সিলেক্ট করার মাধ্যমে এর মুল্য ফরম ফিলাপ করতে হবে হোস্টেল ইনফরমেশন দিয়ে। এভাবেই আপনি টাকা আয় করতে পারবেন পেইড ইভেন্টের সাহায্যে।
*** আয় করা যায় ব্র্যান্ডের সঙ্গে কাজ করে- ফেজবুক পেজের আকর্ষণীয় নতুন নতুন কন্টেন্ট করতে ফ্রেন্ড বা অন্য কারো সঙ্গে কাজ করে আয় করা যায় টাকা। নতুন ভিউয়ার্স টানতে অনেক নির্মাতা কোম্পানি ছাড়াও রয়েছে অনেক ধরণের ব্র্যান্ড যাদের ফলোয়ার এর পরিমাণ বেশি। আপনি কাজ করতে পারেন তাদের সঙ্গে। তাদের সঙ্গে কাজ করে আপনি টাকা আয় করার পাশা-পাশি অনুরোধ করতে পারেন এক্সেস এর জন্য সেই প্রতিষ্ঠানের।
*** অনলাইন স্টোরে ফলোয়ারদের নিয়ে টাকা আয়- আপনার ফলোয়ারদের সরাসরি আপনি সোশ্যাল কমার্স ফিচারটির মাধ্যমে নিয়ে জেতে পারেন অনলাইন স্টোরে। এই কাজটি তাদের জন্য ফেসবুকের মাধ্যমে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন। যারা অলস সময় ফেসবুক দেখে সময় কাটাতে চান তাদের বিজ্ঞাপন দেখিয়ে আগ্রহ বাড়াতে পারেন পণ্যটি কেনার। এই জন্য আপনাকে জোগ করতে হবে ফেসবুক ম্যানাজারের ক্যাটালগ।
এরপর ভিডিও পোস্ট করার মাধ্যমে লিংক এড করে দিতে হবে এই পন্যটির। লাইভ স্ট্রিম চলার সময় লিংকিং করতে পারবেন পন্যটির।
ফেসবুকে কত টাকা দেয় কত ভিউতে
ফেসবুক পেজে যখন চালু হয় মনিটাইজেশন তখন অনেকেই জানতে চান ফেসবুক কত টাকা দেয় কত ভিউতে। ফেসবুকে সাধারণত টাকা আয় করা যায় বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে। ছোট- বড় উভয় ধরনের কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুক কর্তৃপক্ষকে অর্থ প্রদান করে থাকে। কোন কোম্পানি বা প্রতিষ্ঠান বেশি টাকা আবার কোন কোম্পানি বা প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেখানোর জন্য কম টাকা প্রদান করে। আগে ফেসবুক কর্তৃপক্ষক সর্বোচ্চ ১০ (দশ) হাজার টাকা প্রদান করতো ১ (এক) ভিউতে। কিন্তু বর্তমানে ১ (এক) হাজার টাকা প্রদান করে প্রতি ১ (এক) লক্ষ ভিউ হলে।
ফেসবুক পেজ মনিটাইজেশন আপডেট ২০২৪
ফেসবুক পেজ মনিটাইজেশনে ফেসবুক কর্তৃপক্ষ ২০২৪ সালে নিয়ে এসেছে বিশাল আপডেট। যেখানে অন্য সকল প্লাটফর্ম দিন দিন বৃদ্ধি করেই চলেছে ক্রাইটেরিয়া। সেখানে ফেসবুক কর্তৃপক্ষ তাদের ক্রাইটেরিয়া অনেক কমে দিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ এই সেরা আপডেটটি ফেসবুক ব্যবহার কারীদেরকে আকর্ষণ বাড়াতে নিয়ে এসেছেন। এই আপডেটটি যারা ফেসবুকের মাধ্যমে আয় করতে চান টাকা, বড় সুবি্ধা তাদের জন্য।
যেখানে আপডেটের পূর্বে ফেসবুক মোটিভেশন ক্রাটেরিয়া ছিল ৬ (ছয়) লক্ষ মিনিট ওয়াচ টাইম এবং ১০ (দশ) হাজার ফলোয়ার হলে আবেদন করা যেতো মনিটাইজেশনের জন্য। কিন্তু ২০২৪ সালে আপডেটের পর ৬০ (ষাট) হাজার মিনিট ওয়াচ টাইম, ৫ (পাঁচ) হাজার ফলোয়ার (বিগত ২মাসে) এবং থাকতে হবে পেজে নিজস্ব ৫ (পাঁচ) টি সক্রিয় ভিডিও তাহলে আপনি আবেদন করতে পারবেন ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য।
আপনি অবশ্যই বুঝতে পারছেন এই ক্রাটেরিয়া দেখে যে, বর্তমানে দেওয়া হয়েছে কতটা সুবিধা। তা আপনি আর দেরী নাকরে, কাজে লাগান এই সুযোগ। কারণ এমন সুযোগ পরবর্তীতে নাও থাকতে পারে। বর্তমানে কয়েকগুণ সহজ করে দিয়েছে ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার নিয়ম
শেষকথা
আশাকরি আমরা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সঙ্গে "ফেজবুক পেজে টাকা আয় করার সেরা ৬ উপায়'' সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য শেয়ার করতে পেরেছি। যাকিনা আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা ফেসবুক পেজের মাধ্যমে টাকা আয় করতে চান, তাদের ক্ষেত্রে। আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে অবশ্যই এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url