দিবর দিঘী একদিনের জন্য হলেও ঘুরে দেখুন

আরো পড়ুনঃ হালতির বিল সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করছে

আপনি কি কর্মময়, যান্ত্রিক ও কোলাহলমুক্ত একটি দিন কাটাতে চান। আপনি কি পরিবার পরিজন নিয়ে একদিনের জন্য সুন্দর ও আনন্দময় কাটানোর জন্য স্থান খুজছেন। তাহলে আপনি সঠিক যায়গাতেই এসেছেন। হ্যাঁ আমাদের প্রাণ প্রিয়  পাঠক- পাঠিকাগণ আমরা আজকের আর্টিকেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যের অপরিসীম গুরুত্বপূর্ণ দিবর দিঘী প্রসঙ্গে। 

আপনারা যদি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু হতে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়েন তাহলে অবশ্যই একদিনের জন্য পরিবার, আত্মীয় কিংবা বন্ধু- বান্ধব নিয়ে সুন্দর দিন কাটানোর জন্য একটি স্থান সম্পর্কে জানতে পারবেন। তাহলে আর দেরিকেনো চলুন দেখে নেওয়া যাক-

আজকের পাঠ্যক্রম- দিবর দিঘী একদিনের জন্য হলেও ঘুরে দেখুন

  • দিবর দিঘীর অবস্থান
  • দিবর দিঘী একদিনের জন্য হলেও ঘুরে দেখুন
  • কিভাবে যাবেন দিবর দিঘীর
  • কোথায় থাকবেন দিবর দিঘীর
  • কোথায় খাবেন দিবর দিঘীর

দিবর দিঘীর অবস্থান

রাজশাহী বিভাগের জেলা নওগাঁ এর পত্নীতলা উপজেলা সদর হতে মাত্র ১৬ কিলোমিটার পশ্চিমে পত্নীতলা- সাপাহার রাস্তা হতে ১ কিলোমিটার দূরে আবার সাপাহার উপজেলা সদর হতে মাত্র ৩ কিলোমিটার দূরে ইতিহাস ও ঐতিহ্যের গৌরব দিবর দিঘীর অবস্থান।

দিবর দিঘী একদিনের জন্য হলেও ঘুরে দেখুন

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর দিঘীর মধ্যভাগে অবস্থিত দিবর স্তম্ভ বা দিব্যক জয় স্তম্ভ একটি ঐতিহাসিক নিদর্শন। দিবর এলাকাবাসীর কাছে এই দিঘীটি কর্মকারের জলাশয় নামেও বেশ পরিচিত। বর্গাকার এই দিঘীটি ৬০ বিঘা জমির উপর অবস্থিত। গ্রানাইট পাথর দবারা ৮ (আট) কোণ বিশিষ্ট স্তম্ভটি দিঘীর একেবেরে মাঝখানে স্থাপিত। ৩১ (একত্রিশ) ফিট ৮ (আট) ইঞ্চি স্তম্ভের মধ্যে পানির নিচে রয়েছে ৬ (ছয়) ফিট ৩ (তিন) ইঞ্চি বাঁকি ২৫ (পচিশ) ফিট ৫ (পাঁচ) ইঞ্চি। 

আরো পড়ুনঃ নৌকা ভ্রমনের জন্য গাজানার বিল

অলৌকিকভাবে গ্রানাইটের এই স্তম্ভটি পাল রাজাদের শাসনামলে খনন করা দিঘীর মাঝ বরাবর স্থাপিত এই স্তম্ভে নেই কোন লিপি। তবে খাঁজকাটা অলঙ্কার দ্বারা সুরভিত স্তম্ভের অপরিভাগ। এই দিঘী ও জয় স্তম্ভটি বর্তমান আধুনিক সভ্যতাকে জানান দিচ্ছে সুদূর অতীতের কথা।

এছাড়াও আপনারা দিবর আসলে দেখতে পাবেন আমের রাজধানী হিসাবে পরিচিত সাপাহারের মনজুড়ানো সেই আম্রপালি আমের বাগান। যেদিকে তাকাবেন শুধু আম বাগান আর আম বাগান। যা দেখলে যেকোনো নারী- পুরুষের মন মুহূর্তেই আনন্দে ভরে যাবে। 

কিভাবে যাবেন দিবর দিঘীর

ঢাকা থেকে আপনি সরাসরি সাপাহার আসতে পারবেন অথবা নওগাঁ জেলা সদর হয়ে সাপাহারে যেতে হবে। সাপাহার উপজেলা সদর হতে মাত্র ৩ কিলো মিটার দূরে ঐতিহাসিক নিদর্শন দিবর স্তম্ভ বা দিব্যক জয়স্তম্ভ বা দিবর দিঘী অবস্থিত। আপনি উপজেলা সদর হতে মাত্র ২০ বা ৩০ টাকা ভাড়ায় অটোরিক্সা ও ভ্যানযোগে খুব সহজে যেতে পারবেন।

কোথায় থাকবেন দিবর দিঘীর

আপনি চাইলে সাপাহারে কম খরেছে থাকতে পারবেন অথবা ভালো মানের আবাসিক হোটেলে রাত্রিযাপন করতে চাইলে আপনাকে নওগাঁ জেলা সদরে থাকতে হবে। নওগাঁতে হোটেল প্লাবন, হোটেল যমুনা, হোটেল অবকাশ, মল্লিকা ইন, হোটেল ফারিয়াল ও হোটেল রাজ প্রভৃতি আবাসিক হোটেল রয়েছে। এসকল হোটেল ভাড়া ৩০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত লাগবে।

কোথায় খাবেন দিবর দিঘীর

সাপাহারে অনেক ভালো মানের খাবারের হোটেল আছে। আপনি চাইলে সাপাহারে খেতে পারবেন। এছড়াও আপনি আরো ভালো মানের খাবারের জন্য নওগাঁর গোস্তহাটির মোড়ে খেতে পারেন। এখানে ভালমানের কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ পাবেন। 

আরো পড়ুনঃ ছাতড়াবিল নওগাঁ জেলার অন্যতম ভ্রমন স্পট

শেষ কথা 

আমরা আশাকরছি ঐতিহাসিক নিদর্শন দিবর স্তম্ভ বা দিব্যক জয়স্তম্ভ সম্পর্কে আপনারা অনেক ধারণা পেয়ে গিয়েছেন। যা কিনা আপনার ভ্রমণে সাহায্য করবে। ঐতিহাসিক নিদর্শন দিবর স্তম্ভ বা দিব্যক জয়স্তম্ভ বা দিবর দিঘী দেখতে বছরের যে কোন সময় দর্শনার্থীরা অল্প ভিড় করলেও দুই ঈদে দর্শনার্থীদের উপচে পরা ভিড় লক্ষণীয়। 

পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনাময় ঐতিহাসিক নিদর্শন দিবর স্তম্ভ বা দিব্যক জয়স্তম্ভ এর প্রতি প্রয়োজনীয় নজরদারির দিলে আকর্ষণীয় পর্যটন স্পট হিসাবে এটি গড়ে উঠবে। তাই সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। রাজধানী ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর অনেকে ঐতিহাসিক নিদর্শন দিবর স্তম্ভ বা দিব্যক জয়স্তম্ভ পিকনিক ও ভ্রমনে আসেন।    

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭