নওগাঁ ডানা পার্ক পিকনিক স্পট

নওগাঁ জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক ও ভ্রমন স্পট ডানা পার্ক। আপনারা কি পরিবার, আত্মীয় কিংবা বন্ধুদের নিয়ে ভ্রমন, পিকনিক বা বিনোদনের জন্য সুন্দর একটি স্থানের সন্ধান করছেন। তাহলে আপনারা সঠিক জায়গাতেই এসেছেন। হ্যাঁ আমাদের পাঠক- পাঠিকাগণ আজকের আর্টিকেলে আমরা নওগাঁ জেলা সদরে অবস্থিত সুন্দর এক স্পট এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিবো। 
আমরা আশাকরি আজকের এই আর্টিকেলটি আপনারা অতি মনোযোগের সহিত প্রথম হতে শেষ পর্যন্ত পড়বেন এবং জেনে নিবেন ডানা পার্ক পিকনিক স্পট সম্পর্কে সকল প্রকার তথ্য। তাহলে আর দেরি নাকরে চলুন দেখে নেওয়া যাক-

আজকের পাঠ্যক্রম- ডানা পার্ক পিকনিক স্পট

  • ডানা পার্ক এর অবস্থান
  • ডানা পার্ক পিকনিক স্পট
  • পার্কের সময়সূচী ও প্রবেশ মুল্য
  • বুকিং এর জন্য যোগাযোগ
  • কিভাবে জাবেন ডানা পার্কে
  • কোথায় থাকবেন ডানা পার্কে
  • কোথায় খাবেন ডানা পার্কে
  • শেষকথা

ডানা পার্ক এর অবস্থান

রাজশাহী বিভাগের নওগাঁ জেলার জেলা সদর হতে মাত্র ২ (দেই) কিলোমিটার দূরে ভবানীপুর গ্রামে সুন্দর ও মনোরম পরিবেশে ডানা পার্কটি অবস্থিত।

ডানা পার্ক পিকনিক স্পট

নওগাঁ পৌরসভার অন্তরগত ভবানী গ্রামে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১০ (দশ) বিঘা ভূমির উপর এই বিনোদন কেন্দ্রটি নিরিবিলি ও মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে। সববয়সী নারি- পুরুষ দর্শনার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ থাকায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত হতে শতশত ভ্রমন পিপাসু ও বিনোদবপ্রেমীরা তাদের পরিবার, আত্মীয় বা বন্ধুদের নিয়ে এখানে ছুটে আসেন। 

নিরিবিলি বিনোদন কেন্দ্রে রয়েছে শিশু করণার, নাগরদোলা, চরকি, মেরিগো হরস, টয় ট্রেন ও দোলনাসহ সুইমিং পুল, রাইড, জীবন্ত ঘোড়া, কটেজ, কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট ও পিকনিক আয়োজনের জন্য সকল প্রকার ব্যবস্থা। বক, ঘোড়া, হরিণ, হাতি, বাঘ, ক্যান্সারু ও জিরাফ এর ভাস্কর্য  গোটা ডানা পার্কের নিরিবকেরপরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 

এছাড়াও গ্রাম বাংলার মনোমুগ্ধকর বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলী এই পার্কের দেয়ালে অঙ্কিত রয়েছে। আর অর্থের বিনিময়ে এই পার্কের পুকুরে যেকেউ বোট রাইটিং করার সুবিধা নিতে পারবেন।

পার্কের সময়সূচী ও প্রবেশ মুল্য

ডানা পার্ক প্রতিদিন সকাল ৮ (আট) টা হতে রাত ৮ (আট) টা পর্যন্ত নিয়মিত ভ্রমনকারী এবং দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আর এই পার্কটিতে প্রবেশ করার জন্য জনপ্রতি ২০ (বিশ) টাকা। যে কনো রাইডের জন্য ১০ (দশ) টাকা আর জনপ্রতি ৫০ (পঞ্চাশ) টাকা প্রদান করতে হয় সুইমিংপুল ব্যবহার করার জন্য।

বুকিং এর জন্য যোগাযোগ

মোবাইল- ০১৮৫৪৮০৫৫২৫ বা ০১৮৫৪৮০৫৫০২ বা ০১৭৬১৫৬৮৫৪৪
ফেইজবুক- fb.com/DanaPark.Naogaon

কিভাবে যাবেন ডানা পার্কে

বাংলাদেশের যেকোন স্থান হতে প্রথমে আপনাদের নওগাঁ জেলা শহরে আসতে হবে। এরপর সিএনজি বা অটোরিক্সায় জনপ্রতি ২০ বা ৩০ টাকা ভাড়ায় খুব সহজেই ডানা পার্কে যেতে পারবেন।  

কোথায় থাকবেন ডানা পার্কে

রাত্রিযাপনের জন্য ডানা পার্কে অবিস্থিত বাংলো ও কটেজ রয়েছে। এছাডাও আপনারা চাইলে নওগাঁ জেলা শহরে থাকতে পারবেন, ওখানে বিভিন্ন রকমের আবাসিক হোটেল রয়েছে আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী থাকার ব্যবস্থা করে নিতে পারবেন। 

কোথায় খাবেন ডানা পার্কে

আপনারা চাইলে নওগাঁ জেলা শহরে থাকতে খেতা পারবেন, ওখানে বিভিন্ন রকমের খাবারের হোটেল রয়েছে আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী খাওয়া সেরে নিতে পারবেন। এছাড়াও পার্ক এর ভিতরে থাকা হোটেলে হালকা খাবার খেতে পারবেন।

শেষকথা

আশাকরি আমরা আপনাদের মাঝে "ডানা পার্ক" সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য শেয়ার করতে পেরেছি। যা আপনাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে "ডানা পার্ক" ভ্রমনের ক্ষেত্রে। আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভাললাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল দেখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭