নৌকা ভ্রমনের জন্য গাজানার বিল
আরো পড়ুনঃ ছাতড়াবিল নওগাঁ জেলার অন্যতম ভ্রমন স্পট
এখন চলছে বর্ষা কাল। ভ্রমন প্রেমীরা ব্যস্ত হয়ে পড়ছেন কোথায় নৌকা নিয়ে ঘুরতে যাওয়া যায়। পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক গাজনার বিল। আপনারা অনেকেই নৌকা ভ্রমনের জন্য সুন্দর একটি জায়গা খুচছেন। তাহলে আপনারা সঠিক যায়গাতেই এসেছেন।
আজকের আর্টিকেলে আমরা নৌকা ভ্রমনের জন্য এক সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহাসিক গাজনার বিল সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করবো। আশাকরি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি মনোযোগের সঙ্গে প্রথম হতে শেষ পর্যন্ত পড়বেন। আর জেনে নিবেন ভ্রমন স্থান সম্পর্কে।
আজকের পাঠ্যক্রম- নৌকা ভ্রমনের জন্য গাজানার বিল
- গাজানার বিলার অবস্থান
- নৌকা ভ্রমনের জন্য গাজানার বিল
- কিভাবে যাবেন গাজানার বিল
- কোথায় থাকবেন গাজানার বিল
- কোথায় খাবেন গাজানার বিল
- শেষকথা
গাজানার বিলার অবস্থান
রাজশাহী বিভাগের পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান গাজানার বিল। পাবানা জেলা শহর হতে এই বিল প্রায় ৩৫ কিলোমিটার অবস্থিত।
নৌকা ভ্রমনের জন্য গাজানার বিল
বর্ষা মৌসুমে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার পর্যটকদের নৌকা ভ্রমনে আসা ভ্রমন কারিদের আগমনে সুজানগরের ঐতিহাসিক গাজনার বিল মিখুরিত হয়ে উঠে। প্রতি বছর বর্ষা মৌসুমে এলেই পানিতা থই থই করে গাজানার বিল। বর্ষাকাল আষাঢ়- শ্রাবণ হতে শুরু করে এই পানি পৌষ মাস পর্যন্ত দীর্ঘ সময় বিশাল এলাকার সবুজ শ্যামল শত শত গ্রাম বেষ্টিত অপরূপ গাজানার বিল যেন সত্যি এক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়।
আরো পড়ুনঃ চলনবিলে নৌকা ভ্রমণের উপযুক্ত সময়
হাজার হাজার নারী- পুরুষ পর্যটক দূর- দূরান্ত হতে ছুটে আসেন এই সময় গাজানার বিলে নৌকা ভ্রমনের জন্য। বিশেষ করে সরকারি ছুটির দিন মুখরিত হয়ে অঠে গাজানার বিল নৌকা ভ্রমনে আসা পর্যটকদের পদা- চারনায়। বিলের খয়রান ব্রিজ, বোনকোলা ব্রিজ ও চরবোয়ালিয়া ব্রিজ পয়েন্ট পর্যটকদের নৌকা ভ্রমণের জন্য রাখা হয়েছে বাণিজ্যিকভাবে ইঞ্জিনচালিত ছটো- বড়ো বেশ কিছু নৌকা।
পর্যটকদের আনন্দ দিতে ও দৃষ্টি আকৃষ্ট করতে মাঝে-মধ্যেই আয়োজন করা হয়ে থাকে এই বিলের খয়রান ব্রিজ পয়েন্ট হতে নৌকা বিশাল বাইচের। বাইচর নৌকায় স্থানীয় পর্যটকরা সাধারণত বেশি ভ্রমণ করেন। গাজানার বিলে রাজশাহী হতে পরিবার নিয়ে ঘুরতে আসা মাহবুব হোসেন বলেন শত ব্যস্ততার মাঝে পরিবার নিয়ে ঘুরতে এসে যা দেখলাম, সত্যি বাস্তবে না দেখলে বুঝতে পারতাম না, গাজানার বিলের এই অপরূর সৌন্দর্য যা দেখে যেকোন বয়সের পর্যটকদের মন ভালো হবেই।
কিভাবে যাবেন গাজানার বিল
ঢাকা বা রাজশাহী বা অন্য যে কনো শহর হতে বাস যোগে পাবনায় জেলা শহরে আসার পর এখান থেকে উপজেলা শহর সুজানগর জেতে হবে। সুজানগর উপজেলা হতে সড়ক পথে সিএনজি বা অটোরিক্সা যোগে প্রায় ৭ কি.মি. খয়রান ব্রিজের পূর্ব দিকে বিল গাজনায় যাওয়া যায়।
কোথায় থাকবেন গাজানার বিল
আপনার চাইলে পাবনা জেলা শহরে থাকতে পারেন অথবা সকালে গিয়ে সন্ধ্যার মধ্যে আপনি আপনার শহরে ফেরত জেতে পারবেন। পাবনা হতে রাত ১২ পর্যন্ত ঢাকা যাওয়ার বাস পাওয়া যায়।
কোথায় খাবেন গাজানার বিল
সুজানগর উপজেলা শহরে মাঝারি মানের খাবারের হটেল আছে, এখানে বা পাবনা জেলা শহরে আপনি আপনার সমথ্য অনুজায়ী খাবার সেরে নিতে পারবেন।
আরো পড়ুনঃ ভালোবেসে খনন করলেন ৩৬৫ পুকুর
শেষকথা
আশাকরি আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগের সঙ্গে শুরু হতে শেষ পর্যন্ত পড়েছেন। তাহলে অবশ্যই নৌকা ভ্রমনের জন্য গাজানার বিল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে গেছেন। এটি আপনাদের অনেক উপকারে আসবে বিশেষ করে গাজানার বিল ভ্রমনের ক্ষেত্রে। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভূলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url