আমের দাম অনেক বেশী চড়া
আরো পড়ুনঃ আমের মৌসুমে আমের রাজ্য ঘুরে আসুন
চলছে আমের মৌসুম। সারাদেশে শুধু আম আর আম। গ্রামের মোড় হতে শুরু করে রাজধানী শহর ঢাকা পর্যন্ত সব জায়গাতেই দেখা মিলবে বাংলাদেশের ফলের রাজা ও দেশের সবচেয়ে জনপ্রিয় ফল আম। আপনারা অনেকেই এই আমের মৌসুমে আমের দাম সম্পর্কে জানতে চান। আপনিও কি আমের দাম সম্পর্কে জানতে চান।
তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আপনারা যদি আজকের আর্টিকেলটি মনোযোগের সঙ্গে শুরু হতে শেষ পর্যন্ত পড়েন তাহলে আশাকরি আমের দাম সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। কারণ আমরা আজকের আর্টিকেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমের দাম সম্পর্কে। চলুন দেখে নেওয়া জাক-
আজকের পাঠ্যক্রম- আমের দাম অনেক বেশী চড়া
- খুচরা বাজারে প্রতি কেজি আমের মুল্য
- আমের দাম অনেক বেশী চড়া
- খুচরা বাজারে প্রতি কেজি আমের মুল্য
- আম ক্রেতা- বিক্রেতার ভাষ্য
- শেষকথা
খুচরা বাজারে প্রতি কেজি আমের মুল্য
দেশের সব জায়গাতেই এখন মিলছে গুটি, ফজলি, আম্রপালি, ল্যাংড়া, রত্না, হিমসাগর ও লক্ষণভোগসহ সকল জাতের আম।
এছাড়াও বাজারে আরো বিভিন্ন জাতের আম বিক্রয় হচ্ছে। এই আমগুলো প্রতি কেজি মান ভেদে ৬০ টাকা হতে ১০০ টাকা দামে বিক্রয় হচ্ছে।আমের দাম অনেক বেশী চড়া
বর্তমানে বাজারে সব ধরণের আম আসলেও অনেক চড়া দামে মিলছে সব জাতের আম বলে অভিযোগ করেন আম কিনতে আসা ক্রেতারা। অপরদিকে আমচাষী বা বিক্রেতারা বলেন এবছর শীত মৌসুমে অতিরিক্ত শীত এবং শীত শেষে একেবারেই আকাসের পানি না হওয়ার কারণে আমের ফলন কম হয়েছে, ফলে আম বেশি দামে বিক্রি হচ্ছে।
বাজারে আম বিক্রয় করতে আসা কয়েকজন আমচাষী ক্ষোভ প্রকাশ করে বলেন প্রতি বছর যেভাবে রাসায়নিক সার ও কীটনাশকের দাম বাড়ছে সেই সঙ্গে পাল্লাদিয়ে বাড়ছে শ্রমিকের মজুরী তাতে আম চাষ করে আর লাভোবান হওয়া জায়না। তবে এবছর প্রথম হতে আমের দাম ভালো থাকায় খরচ মিটিয়ে লাভের আশা করছেন আম চাষিরা।
আম ক্রেতা- বিক্রেতার ভাষ্য
বাজারে আম ক্রেতা লিপি খাতুন জানান, সব জিনিসের দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মত সাধারণ মানুষের আম কিনে খাওয়া খুবই কষ্টকর হয়ে দাড়িয়েছে। আমাদের দেশে এতো আম অথচ আমরা আম কিনে খেতে হিমশিম খাচ্ছি। নাজানি আগামীতে ইলিশের মতো গোন্ধ সুকেই খাবারের স্বাদ মিটাতে হয়। তিনি আরো বলেন আমের দাম যদি প্রতি কেজি ৫০- ৬০ টাকা হতো তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভালো হতো।
বাজারে আম বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, আমের দামের ব্যাপারে আমাদের করার কিছুই নেই। কারণ আমরা যে দামে পাইকাড়ি কিনি রাত চেয়ে একটু বেশী দাম পেলেই বেঁচেদেই। তাছাড়া আম কাঁচা ফল হওয়ায় অনেক আম নষ্ট হয়ে যায়। তিনি আরো বলেন, আমের দাম বেশী হলেও ক্রেতার অভাব নেই। বর্তমানে আম্রপালির চাহিদা অনেক বেশী। এর আগে লেংড়া ও হিমসাগরের চাহিদা বেশী ছিল।
আরো পড়ুনঃ সাপাহার আম বাজারের বিস্তারিত তথ্য
শেষকথা
আশাকরি আমরা আপনাদের মাঝে আমের দাম সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য শেয়ার করতে পেরেছি। আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভাললাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল দেখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url