আরো পড়ুনঃ আমের রাজধানি খ্যাত সাপাহারের আম
চলছে আমের মৌসুম। শহরে, বন্দরে, হাটে, বাজারে এমনকি গ্রামের মোড়ে যেখানে যাবেন দেখা মিলবে বিভিন্ন প্রজাতির আমের। কিন্তু জানেন কি বাংলাদেশের কোথায় বা কোন জেলায় সবচেয়ে ভালো মানের ও সবচেয়ে বেশী আম উৎপাদিত হয়। হ্যাঁ আমাদের প্রিয় পাঠক- পাঠিকাগণ আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো বাংলাদেশের বিখ্যাত আম উৎপাদনকারী জেলা চাঁপাই নবাবগঞ্জ জেলার আম সম্পর্কে।
আপনারা যদি আজকের আর্টিকেলটি শুরু হতে শেষ পর্যন্ত পড়েন তাহলে জানতে পারবেন বাংলাদেশের বিখ্যাত আম উৎপাদনকারী জেলার আম সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কেনো আমের দেশে ঘুরতে যাবো-
আজকের পাঠ্যক্রম- আমের মৌসুমে আমের রাজ্য ঘুরে আসুন
- আমের মৌসুমে আমের রাজ্য ঘুরে আসুন
- চাঁপাইনবাবগঞ্জ জেলার জনপ্রিয় আম সমূহ
- কিভাবে যাবেন আমের রাজ্য
- কোথায় থাকবেন ও খাবেন আমের রাজ্য
- শেষকথা
আমের মৌসুমে আমের রাজ্য ঘুরে আসুন
আম পুরো বাংলাদেশে কম- বেশী উৎপাদিত হয় এবং পাওয়া যায়। কিন্তু আমের রাজধানি বলা হয় আমের প্রাচুর্য ও বৈচিত্র্যের কারণে রাজশাহী বিভাগকে। বাংলাদেশে যত ধরণের আম পাওয়া যায় তার সবই পাবেন রাজশাহী বিভাগে। আবার রাজশাহী বিভাগে এমন কিছে আম পাওয়া যায় যেগুলো দেশের আর কোথাও পাবেন না। রাজশাহী বিভাগের উতপান্ন আমের যে স্বাদ তা বাংলাদেশের অন্য কনো জেলা বা বিভাগের কথাও পাবেন না।
রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলার আম হলো প্রধান অর্থকরী ফসল। প্রতিবছর দেশে যে পরিমাণ আম উৎপাদিত হয় সে আমের সিংহভাগই উৎপাদিত হয় চাঁপাই নবাবগঞ্জ জেলায়। চাঁপাই নবাবগঞ্জ জেলা তথা বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার শিবগঞ্জ উপজেলার কানসাটে। এখানে ছোট- বড় মিলে প্রায় ২৫০টি আমের আড়ত রয়েছে। এছাড়াও গোমস্তাপুর উপজেলার রহনপুর ও মহানন্দা নদীর ধারে দু'টি আমের বাজার রয়েছে।
আপনি যদি আমের এইসব বাজার ও রাজশাহী বিভাগের সবচেয়ে বড় আমের বাগান, সবচেয়ে ভালো মানের আম ও সবচেয়ে বেশী আম উৎপাদিতকারি বা আমের রাজ্য হিসাবে খ্যাত চাঁপাই নবাবগঞ্জ জেলায় ঘুরে আসুন আমের মৌসুমে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার জনপ্রিয় আম সমূহ
- গুটি বা আটি আম
- গোপাল্ভোগ
- হিমসাগর
- ল্যাংড়া
- লক্ষণভোগ
- আম্রপালি
- আশিনা
- ফজলি
কিভাবে যাবেন আমের রাজ্য
ঢাকা দেশের যেকোনো স্থান হতে প্রথমে আপনাকে যেতে হবে চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরে। এরপর সেখান হতে বাস, সিএনজি বা অটোরিক্সায় করে আমের রাজ্য হিসাবে খ্যাত কানসাট বাজারে। সেখানে যেতে যেতে আপনি দেখতে পাবেন রাস্তার দুই পাশে শুধু আম বাগান আর আম বাগান। কানসাটে পৌছার পর দেখবেন আমের রাজ্যের আম বাজার। এছাড়াও ঐতিহাসিক সোনামসজিদ দেখে আসতে পারবেন।
কোথায় থাকবেন ও খাবেন আমের রাজ্য
কানসাটে থাকা ও খাওয়ার জন্য মাঝারি মানের অনেক আবাসিক ও খাবারের হোটেল রয়েছে। এছড়াও আপনারা চাইলে জেলা শহর চাঁপাই নবাবগঞ্জে গিয়েও আপনাদের সাধ্যমত আবাসিক হোটেলে থাকা ও খাবারের ব্যবস্থা করে নিতে পারবেন।
শেষকথা
আশাকরি আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগের সঙ্গে শুরু হতে শেষ পর্যন্ত পড়েছেন। তাহলে অবশ্যই আমের রাজ্য হিসাবে খ্যাত চাঁপাই নবাবগঞ্জ জেলায় উতপাদিত বিভিন্ন জাতের আম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে গেছেন। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভূলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url