ঠিকানা রিসোর্ট ভেন্যু
আরো পড়ুনঃ ডানা পার্ক পিকনিক স্পট
যান্ত্রিক ও কোলাহলযুক্ত কর্মময় একঘেয়েমী জীবন থেকে কে না চায় অন্তত্ত একদিনের জন্য হলেও একটু বিনোদনের ব্যবস্থা হোক। হ্যাঁ আমাদের প্রাণপ্রিয় পাঠক- পাঠিকাগণ আজকের আর্টিকেলে আমরা আপনাদের, বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদন কেন্দ্র "ঠিকানা রিসোর্ট" এর সঙ্গে পরিচয় করিয়ে দিবো।
আমরা আশাকরি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনারা প্রথম হতে শেষ পর্যন্ত পুরোটাই মনোযোগ সহকারে পড়বেন এবং জেনে নিবেন "ঠিকানা রিসর্ট" সম্পর্কে বিস্তারিত তথ্য। তাহলে আর দেরী নাকরে চলুন দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- ঠিকানা রিসোর্ট ভেন্যু
- "ঠিকানা রিসোর্ট" এর অবস্থান
- "ঠিকানা রিসোর্ট" এর প্রতিষ্ঠাতা
- ঠিকানা রিসোর্ট ভেন্যু
- "ঠিকানা রিসোর্ট" বুকিং
- "ঠিকানা রিসোর্ট" এর সময়সূচী ও প্রবেশ মুল্য
- "ঠিকানা রিসোর্ট" এ বিশ্রাম ও বিনোদন
- "ঠিকানা রিসোর্ট" এ অনুষ্ঠান
- কিভাবে যাবেন ঠিকানা রিসোর্ট
- শেষকথা
"ঠিকানা রিসোর্ট" এর অবস্থান
রাজধানী ঢাকার গুলশান হতে মাত্র ২/ ৩ (দুই/ তিন) বালু নদীর পাড়, বেরাইদ, মাদানি এভিনিউ, বাড্ডা থানা, ঢাকায় অবস্থিত।
"ঠিকানা রিসোর্ট" এর প্রতিষ্ঠাতা
"তায়্যেবা আফরিন'' বিক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন তার নিজের স্বপ্নের ঠিকান। প্রতিষ্ঠাতা ও কাফের ম্যানেজার তিনি নিজেই।
ঠিকানা রিসোর্ট ভেন্যু
একটি বড় আকারের রেস্টুরেন্ট হলো "ঠিকানা রিসোর্ট"। এটির নাম অনেকে অনেক রকমভাবে বলেন, কেউ বলেন "ঠিকানা রিসোর্ট" আবার অনেকেই বলেন ঠিকানা রেস্টুরেন্ট। প্রাকৃতিক সৌন্দর্য আর খোলামেলা পরিবেশে ফুটে থাকা হাজারো ফুলের সৌরভে ভরপুর ঠিকানা রেস্টুরেন্ট এখন হয়ে উঠেছে "ঠিকানা রিসোর্ট"। আসলে এর অফিসিয়ালি নাম হলো ঠিকানা ডে আউটার্স।
"ঠিকানা রিসোর্ট" প্রতিষ্ঠার পর অতি অল্প কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তা পেয়ে যায় ঢাকাবাসীর কাছে। শত শত মানুষ প্রিতিদিন পরিবার নিয়ে সময় কাটাতে ছুটে আসেন এখানে। সবচেয়ে বেশী উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় সরকারী ছুটির দিনগুলোতে। শীত মৌসুমে ফুলে ফুলে ভরে যায় পুরো রেস্টুরেন্ট এলাকা এবং তখন বুহুগুণে বেড়ে যায় এর সৌন্দর্য। জাপান হতে আমদানি করা সুন্দর ফুলের গাছ এই রেস্টুরেন্টে এর মূল ভবনে রয়েছে।
"ঠিকানা রিসোর্ট" হাজার হাজার বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো থাকে সারা বছর। তাই দর্শনার্থীদের কাছে এই রিসোর্টটি সবপ্নের মত মনে হয়। এই কারণে ছুটি কিংবা উৎসবে দর্শনার্থীরা ছুটে আসেন এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
"ঠিকানা রিসোর্টে" থাকা ও খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। এই রিসোর্টের খাবার মেন্যুতে রয়েছে দেশীয় বিভিন্ন ধরণের পিঠা এবং খাবার। এখানে আপনারা দেখতে পাবেন গ্রামে কিভাবে মাটির উনুন বা চুলায় পিঠা তৈরী করা হয়। চাইলে উনুনের পাশে থাকা কুঁড়েঘরে বসে খেতে পারেন গরম গরম পিঠা। এছাড়াও ঠিকানায় তাদের নিজ ক্ষেতের সবজি এবং মাছ খেতে পারবেন। এই রিসোর্টে দেশি খাবারের পাশা- পাশি বিদেশি নানা রকমের সুস্বাদু খাবার খেতে পারবেন, তবে দামে একটু বাশী।
আরো পড়ুনঃ কুসুম্বা মসজিদ প্রাক মুসলিম শাহী আমলের একটি নিদর্শন
"ঠিকানা রিসোর্ট" বুকিং
পিকনিক বা বনভোজন কিংবা যেকোনো অনুষ্ঠান করার জন্য "ঠিকানা রিসোর্ট" এ আগে থেকেই বুকিং দিয়ে রাখা ভালো। কারণ আপনাদের আগে অন্য কেউ বুকিং দিয়ে ফেললে সমস্যা হতে পারে। বিস্তারিত জানতে ও বুকিং এর জন্য ফোন নম্বার-
- +৮৮ ০১৭৫৫৫৫৪৪৪৭
- +৮৮ ০১৭৫৫৫৫৪৪৪৮
- +৮৮ ০৯৬৩৮২২৭৭০০
- ইমেইল: thikanakk@gmail.com
"ঠিকানা রিসোর্ট" এর সময়সূচী ও প্রবেশ মুল্য
"ঠিকানা রিসোর্ট" প্রতিদিন সকাল ৬ (ছয়) টা হতে রাত ৮ (আট) টা পর্যন্ত নিয়মিত খোলা থাকে। তবে রমজান মাসে সকাল ১১ (এগারো) টা হতে রাত ৮ (আট) টা পর্যন্ত। এই রিসোর্টে প্রবেশ করতে হলে জনপ্রতি ৩০০ (তিনশত) টাকা প্রবেশ ফি দিতে হয়। তবে খাবারের অর্ডার ৩০০ (তিনশত) টাকা বা এর বেশি করলে সেক্ষেত্রে প্রবেশ ফি লাগেনা। এখানে ছেলে- মেয়েদের পৃথক ওয়াশরুম ও নামাজের ব্যবস্থা রয়েছে। "ঠিকানা রিসোর্ট" এ মেয়েরা সম্পূর্ণ নিরাপদ।
"ঠিকানা রিসোর্ট" এ বিশ্রাম ও বিনোদন
দেশের যেকোনো রিসোর্টেই বিশ্রাম ও বিনোদনের জন্য বিশেষ কিছু সুযোগ- সুবিধা থাকে। ঠিক একইভাবে এই রিসোর্টেও বিশ্রাম এবং বিনোদনের জন্য রয়েছে অনেক ধরণের সুযোগ- সুবিধা। যেমন- পুল, সৈকত, ফিটনেস সেন্টার, গলফ কোর্স, বিলাসবহুল স্পা ইত্যাদি। এছাড়াও বিনোদন মূলক বিভিন্ন ধরণের ক্রিয়াকলাপে অংশ নেওয়ার সুযোগ।
"ঠিকানা রিসোর্ট" এ অনুষ্ঠান
"ঠিকানা রিসোর্ট" এ যে সকল অনুষ্ঠান এর আয়োজন করা যায়-
সামাজিক ও পারিবারিক যেকোনো অনুষ্ঠান। যেমন-
- বিয়ে ও গায়ে হলুদ
- বিবাহ বার্ষিকী
- জন্মদিন
- পারবারিক শো
- ইয়ভেন্টের আয়োজন
- বিভিন্ন উৎসব উপলক্ষ্যে শো
কিভাবে যাবেন ঠিকানা রিসোর্ট
রাজধানী ঢাকার নিউমার্কেট হতে লেগুনা করে বা উওর বাড্ডা হতে অটো রিক্সায় করে খুব সহজেই "ঠিকানা রিসোর্ট" যাওয়া যাবে।
আরো পড়ুনঃ ঘুঘুডাঙ্গার তালতলি ঘুরে আসুন তালের মৌসুমে
শেষকথা
আশাকরি আমরা আপনাদের মাঝে "ঠিকানা রিসোর্ট" সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য শেয়ার করতে পেরেছি। যা আপনাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে "ঠিকানা রিসোর্ট" ভ্রমনের ক্ষেত্রে। আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভাললাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল দেখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url