আমের রাজধানি খ্যাত সাপাহারের আম
আরো পড়ুনঃ সাপাহার আম বাজারের বিস্তারিত তথ্য
আমের রাজধানি হিসাবে পরিচিত নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা সাপাহার। হ্যাঁ আমার প্রাণ প্রিয় পাঠক পাঠিকাগণ আমরা আজকের আরটিকেলে আপনাদের আমের রাজধানি সাপাহারের বিখ্যাত আম, আম্রপালি সম্পর্কে আলোচনা করবো। আপনারা যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন এই বিখ্যাত আম সম্পর্কে। তাহলে দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- আমের রাজধানি খ্যাত সাপাহারের আম
- আমের রাজধানি খ্যাত সাপাহারের আম
- নওগাঁ জেলায় আমের চাষ
- জাদভেদে আমের চাষ
- শেষকথা
আমের রাজধানি খ্যাত সাপাহারের আম
কাক ডাকা ভোর বেলা হতেই ক্যারেট ভর্তি করে দূর- দূরান্ত হতে আম বিক্রির জন্য আম নিয়ে আসেন বাগানিরা। হাজার হাজার আম চষি তাদের সেই বিখ্যাত আম্রপালি আম বিক্রয়ের জন্য ভ্যান গাড়িতে সাজিয়ে রাখেন রাস্তার দু'পাশে এমনকি জায়গা না পাওয়ার কারণে রাস্তার উপর ভ্যানগাড়ি দাঁড় করিয়ে রাখেন। বাংলাদেশের রাজধানি ঢাকাসহ দেশের ভিভিন্ন (সাপাহারে ঢাকাসহ ৪০টির উপর জেলার পাইকাড় আসেন) জেলা হতে আসা আম পাইকাড়রা চাষিদের সঙ্গে দর দাম করে আম কিনেন।
আম কেনার পর পাইকাড়রা সেই আম নিয়ে যান আড়তে। এরপর আমগুলি যত্নসহকারে প্যাকেটজাত করে সেগুলো পাঠিয়ে দেন দেশের বিভিন্ন অঞ্চলে। সাপাহার হতে প্রতিদিন ২০০ হতে ২৫০ ট্রাক আম দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়ে থাকে। আমরা আলোচনা করছি দেশের সবচেয়ে বড় আম্রপালি আমের বাজার সাপাহারের আম বাজারের কথা।
দেশের সবচেয়ে বড় আম্রপালি আমের হাট সাপাহার প্রতিদিন ২৩০ টির অধিক আমের আড়ত আছে। এই আড়তগুলিতে প্রতিদিন ১২ কোটি হতে ১৫ কোটি টাকার আম বেচাকিনা হয়ে থাকে। প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত ক্রেতা- বিক্রেতাদের উপস্তিতিতে মুখরিত হয়ে থাকে আম বাজারটি। আম্রপালি আম সংগ্রহের জন্য ভিড় জমান দেশের বিভিন্ন জেলার পাইড়রা।
আরো পড়ুনঃ জমে উঠেছে সাপাহারের আম বাজার
দেশের বিভিন্ন জেলা হতে আসা আম পাইকাড়দের সঙ্গে সাপাহারের আম্রপালি আমের বিষয়ে জানতে চাইলে তারা জানান, সাপাহারের আম্রপালি আমের জাত ও এই আমের সু-ঘ্রান দেশের সব জায়গায় এমনকি বিদেশেও সু- পরিচিত। তাছাড়া এতবড় আম্রপালি আমের হাট দেশের আর কোথাও নাই।
নওগাঁ জেলায় আমের চাষ
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অফিস সূত্রে জানা জায় নওগাঁ জেলায় চলতি বছর আম চাষ হয়েছে প্রায় তেত্রিশ হাজার তিনশত হেক্টর জমিতে। আর এবছর ৪ লাখ ৩১ হাজার ৫০০ টন আম উৎপাদনের আশা করছেন জেলা কৃষি সম্প্রসারন অফিস।
জাদভেদে জেলায় আমের চাষ
- আম্রপালি- ১৮৪২২ হেক্টর
- ল্যাংড়া- ১৬১৫ হেক্টর
- ফজলী- ১৪০৮ হেক্টর
- ক্ষীরশাপাত- ১০৪৭ হেক্টর
- বারী- ৪- ২৪০২ হেক্টর
- বারী- ১১ - ৪২.৫০ হেক্টর
- নাকফজলি- ৮৯৮ হেক্টর
- ফজলি- ১৫৩৩ হেক্টর
- গোপালভোগ- ৬১০ হেক্টর
- মল্লিকা- ৩৭ হেক্টর
- কাটিমন- ১৫৪ হেক্টর
- হাড়িভাঙ্গা- ৪১.৭৫ হেক্টর
- গৌড়মতি- ১৪৩.২৫ হেক্টর
- ব্যানানা ম্যাংগো- ১০৭.৫০ হেক্টর
- আশ্বিনা- ২৩২২ হেক্টর
- কুমড়াজালি- ১৩ হেক্টর
- স্থানিয় গুটি- ৬০৭ হেক্টর
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url