কক্সবাজারে ৫০০ টাকায় হোটেল ও বিভিন্ন হোটেলের ঠিকানা ও ফোন নাম্বার

আরো পড়ুনঃ টাঙ্গুয়ার হাওড়ে নৌকা ভ্রমন

বাংলাদেশের পযর্টন রাজধানী হলো কক্সবাজার। বাংলাদেশে দশক পর দশক ধরে পর্যটকদের প্রিয় মানুষদের অবকাশ যাপন কেন্দ্র কক্সবাজার। এখানে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ বেলাভূমি, সমুদ্রতরঙ্গ, উচ্ছ্বসিত জলাভূমি, বৌদ্ধ মন্দির,  উচু পাহাড়ের চূড়া, দিগন্তপ্রসারী ঝাউবন,  সুদৃশ্য প্যাগোডা,  ইত্যাদি নিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। 

কক্সবাজারের দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার। এখানে ভিড় থাকে দেশ-বিদেশের পর্যটকের বছর জুড়ে। আর ভ্রমন করতে পর্যটকদের রাত্রি জাপনের জন্য কক্সবাজারের সমুদ্রের তীর ঘেঁষে গড়ে উঠেছে প্রচুর পরিমাণে হোটে, মোটেল, কটেজ, গেস্ট হাউজ ইত্যাদি। আপনাদের সাধ্য অনুযায়ী রাত্রি যাপনের কক্সবাজার বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হলো- 

আজকের পাঠ্যক্রম- কক্সবাজারে ৫০০ টাকায় হোটেল ও বিভিন্ন হোটেলের ঠিকানা  ফোন নাম্বার

  • কক্সবাজারে ৫০০ টাকায় হোটেল ভাড়া 
  • কক্সবাজারের বিভিন্ন হোটেলের নামঠিকানা  ফোন নাম্বার
  • শেষকথা

কক্সবাজারে ৫০০ টাকায় হোটেল ভাড়া

শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে, কক্সবাজারে ৫০০ টাকায় হোটেল ভাড়া। কক্সবাজারে বিভিন্ন মানের আবাসিক হোটেল পাওয়া যায়। এখানে স্বল্প আয়ের মানুসদের চিন্তা মাথায় রেখে বেশ কিছু আবাসিক হোটেল তাদের প্যাকেজ নিধারণ করেছে। কলাতলি হতে লাবনী বিচ রাস্তার ডান সাইটে রাস্তা হটে একটু ভিতরে বেশ কিছু হোটেল আছে এইসব হোটেল ভাড়া ৫০০ টাকা। যেমন- হোটেল এশিয়া, রেসিডেন্সিয়াল পার্ক, হোটেল সাফা (মোবাইল নম্বার- ১০৭৪০৭০৫২০২)  ইয়ত্যাদি। 

আরো পড়ুনঃ ভীমের পান্টি প্রাচীন বাংলার অস্তিত্ব ঘোষণা করছে

কক্সবাজারের বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা ফোন নাম্বার

ক্রঃনং

হোটেলের নাম

ঠিকানা

যোগাযোগের জন্য নম্বার 

রয়েল টিউলিপ:

ইনানী, উখিয়া, কক্সবাজার।

+৮৮০৩৪১৫২৬৬৬-৮০/ ০১৯৭০৬৬০০৬৬/ ০১৮৪৪০১৬০০১

হোটেল কক্স টুডে

হোটেল মোটেল জোন, কলাতলী রোড, কক্সবাজার।

+৮৮-০৩৪১-৫২৪১০-২২০১৭৫৫৫৯৮৪৪৯

হোটেল সী গাল

সি বিচ,সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার।

০৩৪১-৬২৪৮০-৯০

ওশান প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসর্ট

হোটেল মোটেল জোন, কোলাতলী রোড, কক্সবাজার।

+৮৮০৯৬১৯৬৭৫৬৭৫

হোটেল সী প্যালেস

কলাতলী রোড, কক্সবাজার।

০১৮১৯-৮০৮৮৪২০১৯১৩-৩৮০৮৪৭

হোটেল সী ক্রাউন

মেরিন ড্রাইভ, কলাতলী, কক্সবাজার।

০৩৪১-৬৪৭৯৫/ ৬৪৪৭৪০১৮১৭-০৮৯৪২০

বীচ হলিডে গেস্ট হাউজ

কলাতলী রোড,কক্সবাজার।

০১৫৫৩-৬০০০৫৩/০১৮১৬-২২৭৩৯৫

ব্লু ওসেন

কলাতলী রোড, কক্সবাজার।

০৩৪১-৬৩২০৭০৩৪১-৬২১৩৫০১৭১১-৭৮৫৩৮১

হোটেল প্রাসাদ ওরাডাইস

হোটেল মোটেল জোন (নিউ বীচ রোড), কক্সবাজার।

০৩৪১-৬৪৪০৩/ ০১৫৫৬-৩৪৭৭১১

১০

সী কিং গেস্ট হাউজ:

কলাতলী রোড,কক্সবাজার।

০৩৪১-৫১২১৯/ ০১৮১৮-৮৫৮০৪৪

১১

বে মেরিনা

কলাতলী রোড, কক্সবাজার।

০১৭১৩-৪৮৮৮৩৩

১২

সী হ্যাভেন গেস্টহাউজ

ব্লক,হাউজ৬৭,কলাতলী রোড, কক্সবাজার।

০১৭২৬-৫১৯৩২৩

১৩

অ্যালবাট্রস রিসোর্ট  

কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার।

০৩৪১-৬৪৬৮৪০৩৪১-৬২৮৮৯/ ০১৮১৮-৫৪০১৭৭

১৪

সী-আরাফাত রিসোর্ট

ব্লক , রোড , কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার।

০১৮৪৩-৭২৪৫০৪

১৫

সী হিল গেস্ট হাউজ

সী বীচ আবাসিক এলাকা, কলাতলী রোড, কক্সবাজার।

০৩৪১-৬৩০৮৮০৩৪১-৬২৭৭৭/ ০১৮১৫-০৭৫৬৯৮

১৬

মাসকট হলিডে রিসোর্ট

কলাতলী রোড,কক্সবাজার। 

 ০১৮২৪-৬৪০৪৫৫

১৭

হোটেল সী আলিফ

কলাতলী রোড, কক্সবাজার।

০৩৪১-৫১২৫৩০১৭১৫-৭৫৫১১২

১৮

ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস

কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার।

০১৮১৪-১০৮২৪১

১৯

সী-ল্যান্ড গেস্ট হাউজ

লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজার।

০৩৪১-৬৪৯২২০১৭১১-৯৪১৮২৩

২০

জিয়া গেস্ট ইন

কলাতলী রোড,কক্সবাজার।

০৩৪১-৬৩৯২৫০১৮১৯-৩২১৫৩৮

২১

উর্মি গেস্ট হাউজ

কলাতলী রোড, সী বীচ এরিয়া,কক্সবাজার।

০৩৪১-৬৪১২১০১৮১৯-০৮২৭৭২

২২

সোহাগ গেস্ট হাউজ

 কলাতলী রোড, কক্সবাজার।

০৩৪১-৬২৫৬১০১৮১৮-০৬৬৯৮০০১৭১৫-৮৭৮৮৭৭

২৩

গ্যালাক্সি রিসোর্ট

কলাতলী রোড, কক্সবাজার।

 ০১৮১৯-১৩৭৪৬৪

২৪

তাহের গেস্ট হাউজ

কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার।

০১৮৫৬-৬৯৯৯১০০১৮৫৬-৬৯৯৯১১

২৫

হোটেল কল্লোল

কল্লোল পয়েন্ট, সী বীচ রোড, কক্সবাজার।

০৩৪১-৬৪৭৪৮/ ০১৭২৭-৬১৩২৫৮০১৮১৯-৫৪৮৪৩৪

২৬

ওয়েল পার্ক রিসোর্ট

লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজার।

০৩৪১-৫৭০৩৫০৩৪১-৫৭২৬১০১৮৪১-৭৩৫৫৫৫

২৭

রেইড গেস্ট হাউজ

নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার।

০১৮১৬-৫৫৭৪৫৫০১৮১৮-৫৯৩৩৯৬

২৮

হোটেল মেরিন প্লাজা

প্লট- ১২, ব্লক বি, কলাতলী মেইন রোড, কক্সবাজার।

০৩৪১-৬৪১৪৬০১৭১৬-৭৪২৪৬৪

২৯

প্রিন্স হ্যাভেন হোটেল নাহার গার্ডেন ট্যুরিজম

হোটেল দিপ প্লাজা, মেইন রোড, টেকনাফ, কক্সবাজার।

০১৭১৩-৪০৯৭৯৭

৩০

স্বপ্ন বিলাস

সেইন্ট মার্টিন মেইন রোড, নারিকেল জিনজিরা, টেকনাফ,কক্সবাজার।

০১৮১১-৮০১৩৬১/ ০১৭২৪-৪৩৮৪৩৭

৩১

হোটেল স্বপ্ন প্রোবাল

পশ্চিম পারা, নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার।

০১৮২০-২২৬৭৬৫

শেষকথা

আশাকরি আমরা আপনাদের মাঝে "কক্সবাজার বিভিন্ন হোটেলের" সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য শেয়ার করতে পেরেছি। যা আপনাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে "কক্সবাজার" ভ্রমনের ক্ষেত্রে। আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভাললাগে ও উপকারি বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল দেখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭