দিনাজপুর হতে ঢাকাগামী সকল বাসের সময়সূচী
আরো পড়ুনঃ নওগাঁ- ঢাকা- নওগাঁ চলাচলকারী বাসের সময়সূচী
ঢাকা বাংলাদেশের রাজধানি হওয়ার কারণে জেলা শহর দিনাজপুর হতে বিভিন্ন কাজে ঢাকা জেতে হয়। কিন্তু দিনাজপুর হতে ঢাকাগামী বাসের সময়সূচী ও ভাড়া না জানার কারণে অনেক সমস্যায় পড়তে হয়। জার কারণে অনেকে ঢাকাগামী বাসের সময়সূচী ও ভাড়া জানতে চান। তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদের দিনাজপুর হতে ঢাকাগামী সকল বাসের সময়সূচী, ভাড়া, গাড়ী ছাড়ার স্থান ও কাউন্টারের মোবাইল নম্বার আপনাদের মাঝে শেয়ার করবো।
তাই আপনারা যদি আজকের এই গুরুত্বপূর্ণ আরতিকেলতি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে দিনাজপুর হতে ধাকাগামী সকল বাসের সময়সূচী ও অন্য সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন। আর দেরীকেন চলুন দেখে নেওয়া যাক-
আজকের পাথ্যক্রম- দিনাজপুর হতে ঢাকাগামী সকল বাসের সময়সূচী
- দিনাজপুর হতে ঢাকাগামী সকল বাসের সময়সূচী
- হানিফ এন্টারপ্রাইস
- নাবিল এন্টারপ্রাইস
- শ্যামলী পরিবহণ
- বাব্লু এন্টারপ্রাইস
- আর ভি পরিবহণ
- সেফ লাইন
- আরো অন্য সকল বাস সমূহ
- শেষকথা
দিনাজপুর হতে ঢাকাগামী সকল বাসের সময়সূচী
দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তরের একটি বড় শহর। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চাকুরী, ব্যাবসা, চিকিৎসা এমনকি ভ্রমনের জন্য সড়কপথ, রেলপথ বা আকাশপথে ঢাকা যান। দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা সড়ক পথে ভালো হওয়ার কারণে বেশিরভাগ মানুষ বেচে নেন সড়ক পথ বা বাস মাধ্যম।
তাই আজকে আমরা বাসযোগে ঢাকা যাওয়ার জন্য দিনাজপুর হতে ঢাকা যে সকল বাস চলাচল করে সেই বাস গলির সময়সূচী, ভাড়া, গাড়ী ছাড়ার স্থান ও কাউন্টারের মোবাইল নম্বার আপনাদের মাঝে শেয়ার করছি-
হানিফ এন্টারপ্রাইস
দিনাজপুর হতে প্রতিদিন হানিফ এন্টারপ্রাইস সকাল ৫টা হতে রাত্রি ১১.৩০ টা পর্যন্ত প্রতিদিন ১৩টি গাড়ী ঢাকার উদ্দ্যশ্যে ছেড়ে যায়। এই সকল বাসগুলির তথ্য নিম্নের ছকে দেখানো হলো-
হানিফ এন্টারপ্রাইস |
||||||
সকাল |
দুপুর |
বিকাল |
রাত্রি |
ধর |
ভাড়া |
গা.ছা.স্থান |
০৫.০০ মিঃ |
০১.০০ মিঃ |
|
০৯.৩০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
০৬.৩০ মিঃ |
০২.০০ মিঃ |
|
১০.০০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
০৭.৩০ মিঃ |
|
|
১০.৩০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
০৮.৩০ মিঃ |
|
|
১১.০০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
০৯.৪৫ মিঃ |
|
|
১১.৩০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
১০.৩০ মিঃ |
|
|
|
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৭১৩২০১৭০৬ |
নাবিল এন্টারপ্রাইস
দিনাজপুর হতে প্রতিদিন নাবিল এন্টারপ্রাইস সকাল ৮.১৫ টা হতে রাত্রি ১২.০০ টা পর্যন্ত প্রতিদিন ১১টি গাড়ী ঢাকার উদ্দ্যশ্যে ছেড়ে যায়। এই সকল বাসগুলির তথ্য নিম্নের ছকে দেখানো হলো-
নাবিল এন্টারপ্রাইস |
||||||
সকাল |
দুপুর |
বিকাল |
রাত্রি |
ধর |
ভাড়া |
গা.ছা.স্থান |
০৮.১৫ মিঃ |
০১.০০ মিঃ |
০৩.১৫ মিঃ |
০৯.৩০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
০৯.১৫ মিঃ |
|
|
১০.০০ মিঃ |
এসি/ননএসি |
১৫০০ টাকা |
কালিতলা |
০৯.৪৫ মিঃ |
|
|
১১.০০ মিঃ |
এসি/ননএসি |
১৫০০ টাকা |
কালিতলা |
১০.৩০ মিঃ |
|
|
১১.৩০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
|
|
|
১২.০০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৭১৭১০০৩০০ |
শ্যামলী পরিবহণ
দিনাজপুর হতে প্রতিদিন নাবিল এন্টারপ্রাইস সকাল ৮.৩০ টা হতে রাত্রি ১২.০০ টা পর্যন্ত প্রতিদিন ১০টি গাড়ী ঢাকার উদ্দ্যশ্যে ছেড়ে যায়। এই সকল বাসগুলির তথ্য নিম্নের ছকে দেখানো হলো-
শ্যামলী পরিবহণ |
||||||
সকাল |
দুপুর |
বিকাল |
রাত্রি |
ধর |
ভাড়া |
গা.ছা.স্থান |
০৮.৩০ মিঃ |
১২.৩০ মিঃ |
০৫.৩০ মিঃ |
১০.০০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
০৯.০০ মিঃ |
|
০৬.০০ মিঃ |
১০.৩০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
০৯.৩০ মিঃ |
|
|
১১.০০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
|
|
|
১২.০০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৭১৬৫৯৩৩৯৫ |
বাব্লু এন্টারপ্রাইস
দিনাজপুর হতে প্রতিদিন বাবলু এন্টারপ্রাইস সকাল ৮.৪৫ টা হতে রাত্রি ১২.০০ টা পর্যন্ত প্রতিদিন ০৭টি গাড়ী ঢাকার উদ্দ্যশ্যে ছেড়ে যায়। এই সকল বাসগুলির তথ্য নিম্নের ছকে দেখানো হলো-
বাব্লু এন্টারপ্রাইস |
||||||
সকাল |
দুপুর |
বিকাল |
রাত্রি |
ধর |
ভাড়া |
গা.ছা.স্থান |
০৮.৪৫ মিঃ |
০১.১৫ মিঃ |
|
১০.৩০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
০৯.৪৫ মিঃ |
|
|
১১.০০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
|
|
|
১১.৩০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
|
|
|
১২.০০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৭১২৭৬৩২৫৫ |
আর ভি পরিবহণ
দিনাজপুর হতে প্রতিদিন আর ভি পরিবহণ সকাল ৮.৩০ টা ও ০৯.৩০ টায় প্রতিদিন ০২টি গাড়ী ঢাকার উদ্দ্যশ্যে ছেড়ে যায়। এই সকল বাসগুলির তথ্য নিম্নের ছকে দেখানো হলো-
আর, ভি পরিবহণ |
||||||
সকাল |
দুপুর |
বিকাল |
রাত্রি |
ধর |
ভাড়া |
গা.ছা.স্থান |
০৮.৩০ মিঃ |
|
|
|
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
০৯.৩০ মিঃ |
|
|
|
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
প্রয়োজনে যোগাযোগ করুন- |
সেফ লাইন
দিনাজপুর হতে প্রতিদিন সেফ লাইন সকাল ০৯.০০ টা হতে রাত্রি ১১.৩০ টায় প্রতিদিন ০৪টি গাড়ী ঢাকার উদ্দ্যশ্যে ছেড়ে যায়। এই সকল বাসগুলির তথ্য নিম্নের ছকে দেখানো হলো-
সেফ লাইন |
||||||
সকাল |
দুপুর |
বিকাল |
রাত্রি |
ধর |
ভাড়া |
গা.ছা.স্থান |
০৯.০০ মিঃ |
|
|
০৯.০০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
১০.৪৫ মিঃ |
|
|
১১.৩০ মিঃ |
নন এসি |
৯০০ টাকা |
কালিতলা |
প্রয়োজনে যোগাযোগ করুন- |
আরো অন্য সকল বাস সমূহ
এছাড়াও আর যে সকল বাস দিনাজপুর কালিতলা হতে ঢাকার ঢাকার ছধাকা যায় সেগুলো হলো-
- এস, কে ট্রাভেল্সঃ রাত- ৯.৩০ মিনিট মোবাইল নং- ০১৭১৯১৩১০৬২।
- রেখা এন্টারপ্রাইজঃ রাত-৮.৫০ মিনিট।
- কান্তি এন্টারপ্রাইজঃ রাত-৮.৩০ মিনিট মোবাইল নং- ০১৭১২৪৬৮০১৭।
- খালেক এন্টারপ্রাইজ ঃ সকল- ১০.০০ মিনিট ও রাত- ৯.৩০ মিনিট।
শেষকথা
আমার প্রাণপ্রিয় পাঠক পাঠিকাগণ আশাকরি আপনারা আজকের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং দিনাজপুর হতে ঢাকাগামী সকল বাসের সময়সূচী, বাস ছাড়ার স্থান ও ভাড়া সম্পর্কে অনেক তথ্য জেনেছেন। যা আপনাদের ভ্রমনের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আর যদি এই আর্টিকেলটি আপনাদের উপকারী বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url