ছাতড়া বিল নওগাঁ জেলার অন্যতম ভ্রমন স্পট
আরো পড়ুনঃ চলনবিলে নৌকা ভ্রমণের উপযুক্ত সময়
নওগাঁ জেলার অন্যতম ভ্রমন স্পট ছাতড়া বিল। আপনারা অনেকেই ভ্রমনের জন্য নতুন নতুন ভ্রমন স্পট খোজ করেন। তাই আজকের আর্টিকেলে আমরা ভ্রমন পিপাসু পাঠক পাঠিকাদের জন্য এক আকর্ষণীয় ভ্রমন স্থানের সঙ্গে পরিচয় করিয়ে দিব।
আশাকরি আপনারা আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন এবং জেনে নিবেন নওগাঁ জেলার অন্যতম ভ্রমন স্পট ছাতড়া বিল সম্পর্কে বিস্থারিত তথ্য। তাহলে আর দেরীকেন দেখে নেওয়া যাক-
আজকের পাঠ্যক্রম- নওগাঁ জেলার অন্যতম ভ্রমন স্পট ছাতড়া বিল
- ছাতড়া বিলের অবস্থান
- নওগাঁ জেলার অন্যতম ভ্রমন স্পট ছাতড়া বিল
- ঘুঘুডাঙ্গার তালগাছ
- কিভাবে যাবেন ছাতড়া বিল
- কোথায় থাকবেন ও খাবেন ছাতড়া বিল
- শেষকথা
ছাতড়া বিলের অবস্থান
ছাতড়া বিলটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নে অবস্থিত জেলার অন্যতম বড় গরুর হাট, ছাতড়া হাটের সঙ্গে এই বিলটি। নওগাঁ জেলা সদর পশ্চিমে নিয়ামতপুর উপজেলা সদর থেকে উত্তরে প্রায় ২০কি.মি. দূরে মহাদেবপুর উপজেলায় সীমানা ঘেষে ছাতড়া বিলের অবস্থান।
নওগাঁ জেলার অন্যতম ভ্রমন স্পট ছাতড়া বিল
বর্মৌষা মৌসুমে বিলটি পানিতে পরিপূর্ন হয়ে এক অপূর্ব সৌন্দর্যের সমারহের অনভূতি জাগায়। ছাতড়া বিলের মধ্যে দিয়ে এক সংযোগ সড়ক রয়েছে। যে সংযোগ শড়কের মাধমে সম্পর্ক রক্ষা করছে মহাদেহপুর উপজেলা হয়ে নওগাঁ জেলা সদরের সাথে। এ সড়কেই রয়েছে সু-দৃশ্যমান দু'টি সেতু। আর এই সেতুর উপর ও রাস্তাইয় দাঁড়িয়ে সব বয়সী পর্যটকরা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য ভীড় জমন পড়ন্ত বিকেল বেলা।
প্রায় ১ (এক) হাজার মৎস্যজীবি ছাতড়া বিলের মৎস্য আহরন করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও এই জলাধারের বিশাল পানি কৃষিকাজে ব্যবহৃত হয়। সবমিলিয়ে এ বিলটি একদিকে যেমন এলাকার মানুষের বিনোদনের প্রধান আকর্ষন আবার অন্যদিকে খেটে খাওয়া সাধারন গরিব মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধাণ উৎস।
আরো পড়ুনঃ ভালোবেসে খনন করলেন ৩৬৫ পুকুর
শুকনো মৌসুমে এই বিলের সৌন্দর্য পালটে যায়। বিলে তখন চাষ হয় সরিষা ও সরিষার শেষে ধান। সরিষার সময় শুধু হলুদ আর হলুদ এবং ধানের মৌসুমে গোটা বিল যেন সবুজে ছেয়ে যায়। সারা বছরই এই বিলের সৌন্দর্য যে কোন বয়সের পর্যটকদের মুগ্ধ করবে।
তবে এখানে ভ্রমনের উপজুক্ত সময় হলো জুলাই মাস হতে অক্টোবর মাস পর্যন্ত। কারণ এসময় বিলটি কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে। এই সময় পর্যটকরা চাইলে স্প্রিট বোর্ড বা নৌকা রিজাভ করে ভ্রমন করতে পারবেন।
ঘুঘুডাঙ্গার তালগাছ
ছাতড়া থেকে মাত্র ১০ কিলো মিটার পশ্চিম দিকে এগুলেই পেয়ে যাবেন এই সময়ের সবচেয়ে জনোপ্রিয় ঘুঘুডাঙ্গার তালগাছ সড়ক। এখানে আপনারা দেখতে পাবেন রাস্তার দু'ই পাশে প্রায় আকাশ ছুই ছুই অবস্থায় সারি সারি হয়ে তালগাছগুলি আপনাদের অভিনন্দন জানানোর জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। যা ইতিমধ্যেই সারা দেশবাসির মন কেড়ে নিয়েছে।
কিভাবে যাবেন ছাতড়া বিল
নওগাঁ জেলা সদর হতে ছাতড়া বিল ৩৫ কিলোমিটার দূরে হওয়ার কারণে, সরাসরি সিএনজি বা অটোরিক্সা রিজাভ নিয়ে অথবা নওগাঁ জেলা সদর হতে মহাদেবপুর পর্যন্ত বাসে আসার পর মহাদেবপুর উপজেলা হতে সিএনজি বা অটোরিক্সা যোগে খুব সহজেই ছাতড়া বিলে যাওয়া যায়।
কোথায় থাকবেন ও খাবেন ছাতড়া বিল
থাকার জন্য আপনারা মহাদেবপুরে আবাসিক বা ভালো মানের আবাসিকে থাকার জন্য নওগাঁ জেলা সদর বেচে নিতে পারেন। নওগাঁ জেলা সদর অনেক ভালো মানের আবাসিক হোটেল আছে। খাবারের জন্য আপ্নারা ছাতড়া, মহাদেবপুর অথবা নওগাঁ সদরে খাবার সেরে নিতে পারেন।
আরো পড়ুনঃ মহিসন্তোষে ১৪ হাত মানুষর কবর
শেষকথা
আমাদের প্রাণপ্রিয় পাঠক- পাঠিকাগণ জেনে গেলেন তো ছাতড়াবিল নওগাঁ জেলার অন্যতম ভ্রমন স্পট এর তথ্য। আশাকরি আজকের এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে ছাতড়াবিল ভ্রমনের ক্ষেত্রে। আর যদি আজকের আর্টিকেলটি আপনাদের ভালোলাগে ও উপকারি মনে হয় তাহলে অবশ্যই পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url