বাংলাদেশের সব চেয়ে বড় নদনদী
নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণ এশিয়ায় অন্তর্গত দেশ। এদেশে শাখা-প্রশাখা সব মিলিয়ে প্রায় এক হাজার আটটি নদ-নদী বিপুল জলরাশি নিয়ে প্রায় ২২,১৫০ কিলোমিটার এলাকা দখল করে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এর মতে ১৩ সালে এদেশের নদ-নদীর সংখ্যা ৩১০টি। বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় ১,০০৮ টি। এ নদ-নদীগুলোর আবার উপনদী ও শাখানদী রয়েছে। উপ ও শাখানদী মিলিয়ে বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য হলো প্রায় ২২,১৫০ কিলোমিটার।
বাংলাদেশের নদীর সংখ্যা কত এটা নিয়ে বিতর্ক রয়েছে। আমাদের সমাজে ও বিসিএস ভিত্তিক বইগুলোতে সাতশত বা দুইশত ত্রিশ এমনকি তেরশতটি এই তথ্য প্রচলিত রয়েছে। তবে বাংলাদেশর পানি উন্নয়ন বোর্ড এর গবেষণা মতে বাংলাদেশের নদীর সংখ্যা চারশত পাঁচটি।
আজকের পাঠ্যসূচীপত্র- বাংলাদেশের সব চেয়ে বড় নদনদী
- ভূমিকা
- বাংলাদেশের সব চেয়ে বড় নদনদী
- বাংলাদেশের প্রধান নদ-নদী সমূহ
- বাংলাদেশের বড় প্রবাহ অভ্যন্তরীণ নদনদী সমূহ
- বাংলাদেশ- ভারত ও মায়ানমার আন্তঃসীমান্ত নদনদী সমূহ
- শেষকথা
ভূমিকা
বাংলাদেশে অসংখ্য নদ-নদীর মধ্যে কনো কোনটার আকার এবং গুরুত্বে বিশাল। দেশের বৃহৎ নদীগুলো ভাগে বিভক্ত হয়ে থাকে। প্রথম ভাগ অভ্যন্তরীণ বড় প্রবাহসমূহ, যেগুলোর সংখ্যা চউতৌত্রিশ। দ্বিতীয় ভাগে রয়েছে বাংলাদেশের সঙ্গে অন্যদেশ যেমন- ভারত ও মায়ানমার আন্তঃসীমান্ত প্রবাহসমূহ। এগুলোর সংখ্যা সাতান্নটি।
আরও পড়ুনঃ বিশ্বকবির স্মৃতি বিজড়িত গ্রাম পতিসর
বাংলাদেশের সব চেয়ে বড় নদনদী
বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের যেসব নদ-নদীকে বড় নদী বলে বিবেচনা করা হয় সেই নদ-নদী সমূহ হলো-
- পদ্মা
- মেঘনা
- ব্রহ্মপুত্র
- কর্ণফুলি
- শীতলক্ষ্যা
- গোমতী
বাংলাদেশের প্রধান নদ-নদী সমূহ
বাংলাদেশের বড় প্রবাহ অভ্যন্তরীণ নদনদী সমূহ
বাংলাদেশের অভ্যন্তরীণ নদীপ্রবাহ |
|||||||
ক্রঃনং |
নদীর নাম |
ক্রঃনং |
নদীর নাম |
ক্রঃনং |
নদীর নাম |
||
১ |
করতোয়া |
|
১২ |
যমুনা |
|
২৩ |
গড়াই-মধুমতি |
২ |
শিব-বারনাই |
|
১৩ |
বংশী |
|
২৪ |
চন্দনা-বারাসিয়া |
৩ |
ছোট যমুনা-তুলশীগঙ্গা |
|
১৪ |
ধলেশ্বরী |
|
২৫ |
কুমার-ভুবনেশ্বর |
৪ |
গৌর- গুমানি |
|
১৫ |
ব্রহ্মপুত্র |
|
২৬ |
পদ্মা |
৫ |
বড়াল |
|
১৬ |
শীতলক্ষ্যা |
|
২৭ |
আড়িয়াল খাঁ |
৬ |
ঘাঘট-বাঙ্গালী-হুরাসাগর |
|
১৭ |
মগড়া |
|
২৮ |
কচা-বলেশ্বর |
৭ |
ইছামতি |
|
১৮ |
ঘোড়াউত্রা |
|
২৯ |
বিষখালী |
৮ |
কুমার-নবগঙ্গা |
|
১৯ |
কালনী |
|
৩০ |
বুড়িশ্বর |
৯ |
চিত্রা-ভৈরব |
|
২০ |
মেঘনা |
|
৩১ |
তেঁতুলিয়া |
১০ |
ভদ্রা-শ্রী |
|
২১ |
তিতাস |
|
৩২ |
কুতুবদিয়া-মহেশখালী |
১১ |
শিবসা |
|
২২ |
ডাকাতিয়া-নোয়াখাল |
|
৩৩ |
পুশুর |
বাংলাদেশ- ভারত ও মায়ানমার আন্তঃসীমান্ত নদনদী সমূহ
বাংলাদেশ-ভারত-মায়ানমার সীমান্ত নদী প্রবাহ | |||||||
ক্রঃনং | নদীর নাম | ক্রঃনং | নদীর নাম | ক্রঃনং | নদীর নাম | ||
১ | রায়মঙ্গল | | ২১ | সোমেশ্বরী | | ৪১ | তিস্তা |
২ | ইছামতী-কালিন্দী | | ২২ | দামালিয়া/যালুখালী | | ৪২ | ধরলা |
৩ | বেতনা-কোদালিয়া | | ২৩ | নয়াগাঙ | | ৪৩ | দুধকুমার |
৪ | ভৈরব-কপোতাক্ষ | | ২৪ | উমিয়াম | | ৪৪ | ব্রহ্মপুত্র |
৫ | মাথাভাঙ্গা | | ২৫ | যাদুকাটা | | ৪৫ | জিঞ্জিরাম |
৬ | গঙ্গা | | ২৬ | ধলা | | ৪৬ | চিল্লাখালি |
৭ | পাগলা | | ২৭ | পিয়াইন | | ৪৭ | ভোগাই |
৮ | আত্রাই | | ২৮ | শারি-গোয়াইন | | ৪৮ | গোমতী |
৯ | পুনর্ভবা | | ২৯ | সুরমা | | ৪৯ | কাকরাই-ডাকাতিয়া |
১০ | তেতুলিয়া | | ৩০ | কুশিয়ারা | | ৫০ | সিলোনিয়া |
১১ | টাংগন | | ৩১ | কর্ণফুলি | | ৫১ | মুহুরী |
১২ | কুলিক বা কোকিল | | ৩২ | নিতাই | | ৫২ | ফেনী |
১৩ | নাগর | | ৩৩ | সাংগু | | ৫৩ | সোনাই-বারদল |
১৪ | মহানন্দা | | ৩৪ | মাতামুহুরী | | ৫৪ | জুরি |
১৫ | ডাহুক | | ৩৫ | নাফ-2 | | ৫৫ | মনু |
১৬ | করতোয়া | | ৩৬ | সুতাং | | ৫৬ | ধলাই |
১৭ | তালমা | | ৩৭ | সোনাই | | ৫৭ | লংলা |
১৮ | ঘোড়ামারা | | ৩৮ | হাওড়া | | ৫৮ | খোয়াই |
১৯ | দিওনাই-যমুনেশ্বরী | | ৩৯ | বিজনী | | | |
২০ | বুড়িতিস্তা | | ৪০ | সালদা | | |
|
শেষকথা
প্রিয় পাঠক পাঠিকা আশা করছি, যদি আপনারা আজকের এই গুরুত্ব পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশের সব চেয়ে বড় নদনদী সম্পর্কে অনেক ধারণা পেয়ে গিয়েছেন। যা কিনা আপনাকে অনেক সাহায্য করবে। আর আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে ও দরকারি মনে হয়, তাহলে আর্টিকেলটি আপনার পরিচিতদের অবশ্যই শেয়ার করবেন।
ঠিক আছে, দেখাযা্ক আগামী আর্টিকেলে কি থাকছে?
তবে বাইক নিয়ে ভ্রমণে বের হলে সব সময় নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখুন। ভালো মানের হেলমেট এবং সেফটি গার্ড ব্যবহার করুন। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url