সাফিনা পার্ক ঘুরে আসুন একদিন
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অবস্থিত সাফিনা পার্কটি। পাঠক পাঠিকাগণ আজকের আর্টিকেলে আমরা আপনাদের জন্য গোদাগাড়ী উপজেলায় অবস্থিত সাফিনা পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। কারণ আপনাদের অনেকেই এ সম্পর্কে জানতে চান। তাই আপনারা যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে সাফিনা পার্ক সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।
এই পার্কটি গোদাগাড়ীর উপজেলার জিরো পয়েন্ট হতে মাত্র ৯ কি.মি দূরে গোদাগাড়ী-নাচোল সড়কের পাশে দিগরাম খেঁজুরতলায় অবস্থিত এই পার্কটি। এই পার্কে যাওয়ার সময় রাস্তার দুই ধারে দেখতে পাবেন ফসলের যে সবুজের সমাহার ঘটেছে তাদেখে পর্যটক ও দর্শনার্থীদে সকলের দৃষ্টি কাড়বে। চলুল আর দেরীকেন সাফিনা পার্ক সম্পর্কে বিস্তারিত-
আজকের পাঠ্যক্রম- সাফিনা পার্ক ঘুরে আসুন একদিন
- সাফিনা পার্ক ঘুরে আসুন একদিন
- দেখার মত কি আছে এই পার্কে
- ভ্রমনের সময়সূচী ও প্রবেশ মুল্য
- কিভাবে যাবেন সাফিনা পার্ক
- কোথায় থাকবেন ও খাবেন সাফিনা পার্ক
- শেষকথা
সাফিনা পার্ক ঘুরে আসুন একদিন
উপজেলার একমাত্র বিনোদন (সাফিনা পার্ক) কেন্দ্রটি ২ বছর বন্ধ থাকার পর নতুনরূপে নতুনিসাজে ২০১৮ সালে পুনরায় চালু হয়। গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা গ্রামের দুই সহোদর ফজলুর রহমান ও সাইফুল ইসলাম গত ২০১২ সালে গোদাগাড়ী-নাচোল সড়কের দিগ্রাম এলাকায় নিজেদের জমিতে নিজ উদ্যগে বাণিজ্যিকভাবে ‘সাফিনা পার্ক’ নামের এই পিকনিক স্পট গড়ে তোলেন।
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দ্বিগ্রাম খেজুরতলা্র প্রায় ৪০ (চল্লিশ) বিঘা জায়গার উপর তাদের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলেন এই সাফিনা পার্কটি। গোদাগাড়ী উপজেলা সদর হতে সাফিনা পার্কের দূরত্ব মাত্র ৯ (নয়) কিলোমিটার। ভিন্নধর্মী নতুন বিনোদন আয়োজনে সাজানো বিনোদন কেন্দ্রটি সব বয়সী দর্শনার্থীদের কাছেই এক অন্যরকম চিত্তবিনোদন ও পিকনিক স্পট হিসেবে বর্তমানে সারাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
দেখার মত কি আছে এই পার্কে
শিশুদের বিনোদনের জন্য এখানে রয়েছেনাগরদোলা, দোলনা, ট্রেন, থ্রিডি সিনেমা এবং কিডস স্পোর্টস জোন। হরেক রকম ফুল, ফল ও ঔষধি গাছ দিয়ে ঘেরা এই পার্কের ভিতরে আরো রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারাসহ কৃত্রিম উপায়ে তৈরিকৃত বিভিন্ন পশু এবং পাখির আকর্ষণীয় ভাস্কর্য। আপনি ইচ্ছে করলে এই বিনদন পার্কের ভিতরে বিদ্যমান দুইটি লেকে চড়ে পরিবারসহ নৌকায় ঘুরে বেড়াতে পারেন। আবার অনুমতি সাপেক্ষে পার্কের লেকে মাছ ধরার সুযোগ রয়েছে।
এখানে যেকোন অনুষ্ঠানের আয়োজনের জন্য পার্কের ভিতরে কনফারেন্স রুম, ২ টি পিকনিক স্পট এবং মঞ্চের ব্যবস্থা আছে। আগত দর্শনার্থীরা ইচ্ছে করলে তাদের ঘর সাজানোর জন্য পার্কের অভ্যন্তরে কেনাকাটার একটি সুন্দর মার্কেট নির্মাণ করা হয়েছে।
ভ্রমনের সময়সূচী ও প্রবেশ মুল্য
সময়সূচী- সাফিনা বিনোদন পার্কটি সারা বছরপ্রতিদিন সকাল ৮টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মুল্য-এইবিনোদন পার্কটিতে প্রবেশের জন্য জনপ্রতি ২০ টাকা পরিশোধের মাধ্যমে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করা যায়।কিভাবে যাবেন সাফিনা পার্ক
এখানে যেতে হলে আপনাকে প্রথমে রাজশাহী যেতে হবে। আর রাজশাহী যেতে দেশের যেকোনো স্থান হতে বাস বা ট্রেন বা ঢাকা হতে আকাশ পথে রাজশাহী যাওয়া জায়।
বাসযোগে- ঢাকার গাবতলী, কল্যাণপুর বা আব্দুল্লাপুর হতে সবসময় বিভিন্ন রকমের বাস চলাচল করে। এক্ষেত্রে বাসের প্রকার ভেদে আপনার ভাড়া লাগবে জন প্রতি ৫০০ টাকা হতে ১০০০ টাকা।
রেলযোগে- কমলাপুর রেল ষ্টেশন হতে আপনি বনলতা, ধুমকেতু, সিল্কসিটি বা পদ্মা এক্সপ্রেসে রাজশাহী যেতে পারবেন। এক্ষেত্রে রেলের প্রকার ভেদে আপনার ভাড়া লাগবে জন প্রতি ৩৪০ টাকা হতে ৮৬৫ টাকা।
রাজশাহী হতে গোদাগাড়ী- এখান হতে বিভিন্ন রকমের যানবাহন পাবেন। যেমন- বাস, সিএনজি, বা অটোরিকশা চড়ে গোদাগাড়ী জিরো পয়েন্ট হতে মাত্র ৯ কিলো মিটার দূরে এই বিনোদন পার্কটিতে সহজেই যেতে পারবেন।
কোথায় থাকবেন ও খাবেন সাফিনা পার্ক
থাকা- আপনি চাইলে এই বিনোদন পার্কটির বিলাশ বহুল রেস্ট হাউজ অগ্রিম বুকিং দিয়ে থাকতে পারবেন। আবার রাজশাহী শহরে যেহেতু সব রকমের আবাসিক হোটেল আছে, সেখানে আপনি আপনার সাধ্যমত ভাড়া দিয়ে রাত্রি যাপন করতে পারবেন।
খাওয়া- আপনি চাইলে এই বিনোদন পার্কটির বিলাশ বহুল রেস্টুরেন্টে খেতে পারবেন। আবার রাজশাহী শহরে যেহেতু সব রকমের খাবারের হোটেল আছে, সেখানে আপনি আপনার সাধ্যমত খরচ করে খাওয়া সেরে নিতে পারবেন।
শেষকথা
প্রিয় পাঠক পাঠিকা আশা করছি আপনারা যদি আজকের এই গুরুত্ব পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে অবশ্যই সাফিনা পার্ক সম্পর্কে সকল তথ্য জানতে পেয়েছেন। যা কিনা আপনার ভ্রমণে সাহায্য করবে। বিশেষ করে সাফিনা পার্ক ভ্রমনের ক্ষেত্রে। আর আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে ও দরকারি মনে হয়, তাহলে আর্টিকেলটি আপনার পরিচিতদের অবশ্যই শেয়ার করবেন।
ঠিক আছে, দেখাযা্ক আগামী আর্টিকেলে কি থাকছে?
তবে বাইক নিয়ে ভ্রমণে বের হলে সব সময় নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখুন। ভালো মানের হেলমেট এবং সেফটি গার্ড ব্যবহার করুন। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url