সাপে কামড়ালে যা করতে হবে ও যা করা যাবেনা
সারা বাংলাদেশে চলছে এখন রাসেলস ভাইপার আতঙ্ক। হ্যাঁ বন্ধুগণ আজকের আর্টিকেলে আমরা রাসেলস ভাইপার বা সাপে কামড়ালে যা করা করবেন ও যা করা যাবেনা এবিষয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবো। আর আপনারা যদি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু হতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন আশাকরি এটি আপনাদের অনেক উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
আজকের পাথ্যক্রম- সাপে কামড়ালে যা করতে হবে ও যা করা যাবেনা
- বিষধর সাপ বিচ্ছু থেকে রক্ষা পাওয়ার দোয়া
- বাংলা উচ্চারণ
- বাংলা অর্থ
- সাপে কামড়ালে যা করতে হবে ও যা করা যাবেনা
- সাপে কামড়ালে যা করবেন
- সাপে কামড়ালে যা করবেন না
- শেষকথা
বিষধর সাপ বিচ্ছু থেকে রক্ষা পাওয়ার দোয়া
হজরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এ দোয়া ৩ (তিন) বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিষধর প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষধর ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন’। (তিরমিজি, হাদিস: ৩৬০৪)
বাংলা উচ্চারণ
‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক’।
বাংলা অর্থ
‘আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি’।
সাপে কামড়ালে যা করতে হবে ও যা করা যাবেনা
সাপে কামড়ালে যা করবেন
যে কোনো মানুষ বিপদে পড়লে আমাদের উচিত তাকে সান্তনা দেওয়া। সেক্ষেত্রে সাপ কামড়ানোর পর ভুক্তভোগীকে রক্ষার জন্য আমাদেরকেও বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। মূলত তাকে আশ্বস্ত করা এবং তাকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষার জন্য তাৎক্ষণিকভাবে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন-
- প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে যে, সাপের কামড় মানে মানে মৃত্যু নয়।
- প্রকৃতিতে থাকা অধিকাংশ সাপেরই বিষ নেই।
- যেগুলো বিষধর বলে পরিচিত, সেগুলোও সব সময় কামড়ের সাথে যথেষ্ট বিষ ঢালতে পারে না। আর বিষ থাকলে, তার চিকিৎসার অ্যান্টিডটও আছে।
- সাপের কামড়ের পর ভুক্তভোগীকে অবশ্যি স্থির করতে হবে। কনো ভাবেই বেশি নড়াচড়া করা যাবে না। কাওণ যত নড়াচড়া করবে বিষ তত শরীরের রক্তের সাথে মিশে যাবে।
- কামড়ের স্থান থেকে বিষ যেন শরীরের অন্য অংশে ছড়াতে না পারে তার ব্যবস্থা নিতে হবে ।
- পায়ে কামড় দিলে বসে পড়তে হবে।
- আক্রান্ত ব্যক্তিকে কাত করে লম্বাভাবে শুইয়ে দিন।
- রোগীর হাতে চুড়ি, আংটি, পায়ে নুপূর, বা আঁটসাটো পোশাক থাকলে খুলে নিন।
- যদি শ্বাস নিতে কষ্ট হয় তবে মুখে কৃত্রিম শ্বাস দেওয়ার চেষ্টা করুন।
- সাপটিকে যদি মেরে ফেলা হয়, তাহলে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় অবশ্যই সাপটিও সাথে নিন।
- ভালো হয়, হাড় ভাঙলে যেভাবে দুপাশে সহায়ক হিসেবে কাঠ বা অন্য কিছু দিয়ে বেঁধে ফেলা হয়।
- ক্ষতস্থানটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে।
- ক্ষতস্থানের ওপর তো বটেই সাথে এর আশপাশের অংশও ব্যান্ডেজ করে ফেলতে হবে।
সাপে কামড়ালে যা করবেন না
- সাপ মারা বা সাপধরার জন্য অযথা সময় নষ্ট করবেন না।
- সাপুড়ে বা ওঝাদের ডেকে অযথা সময় নষ্ট করবেন না।
- হাত বা অন্য কোনো অংশে কামড়ালে সে অংশ কনোক্রমে বেশি নড়ানো যাবে না।
- চিকিৎসকের কাছে বা হাসপাতালে পৌঁছানোর আগে বেধে রাখা ব্যান্ডেজ কোনোভাবেই খোলা যাবে না।
- চিকিৎসা সেবা নিতে দেরি হয় এমন যেকোনো কাজ থেকে বিরত থাকুন।
- ক্ষতস্থান অতিরিক্ত শক্ত করে বাঁধবেন না।
- ক্ষতস্থান কেটে বিষ বের করার চেষ্টা করবেন না।
- বমি হলে, মুখ দিয়ে ফেনা বের হলে বা কথা বলতে কষ্ট হলে মুখ দিয়ে কিছু দিতে যাবেন না
- কোনো ধরনের পাথর, লালা, পটাসিয়াম পারম্যাঙ্গানেট, কাদা, গোবর, কোনো ধরনের বীজ বা ভেষজ ওষুধ প্রয়োগ করতে যাবেন না। সাপের কামড়ের নিদানে এগুলো কিছু করতে পারে না।
- কোনো রাসায়নিক ব্যবহার করে বা অন্য কোনোভাবে ক্ষতস্থানের মুখ বন্ধের চেষ্টা করবেন না।
- অ্যালকোহল বা এ ধরনের কোনো কিছু প্রয়োগ করবেন না।
- অ্যাসপিরিন বা কোনো ব্যাথানাশক ওষুধ দেবেন না।
- তেল, ঘি, মরিচ ইত্যাদি গৃহস্থালি দ্রব্যাদি অনেক সময় প্রয়োগ করতে দেখা যায়। এগুলো কুসংস্কার মাত্র।
- আতঙ্কগ্রস্ত না হয়ে বরং রোগীকে আশ্বস্ত করুন ।
শেষকথা
পাঠক পাঠিকা আপনারা যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে অবশ্যই সাপে কামড়ালে যা করা করবেন ও যা করা যাবেনা এ সম্পর্কে অনেক তথ্য জেনেছেন। যা আপনাদের অনেক কাজে লাগবে। আমাদের সাবধানতা অবলম্বন করা এবং অবশ্যই দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। কারণ রাসেল ভাইপার বা সাপের কামড় মারাত্মক হতে পারে। কোনও চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভাল লাগে ও প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url