ভালোবেসে খনন করলেন ৩৬৫ পুকুর

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চক-চান্দিরা গ্রাম ৩৬৫ পুকুর। আজকের আর্টিকেলে আমরা আপনাদের একই গ্রামে ৩৬৫ পুকুরের সম্পর্কে জানাবো। আপনারা যদি আজকের এই আর্টিকেলটি মনোজোগ সহকারে পড়েন তাহলে একই গ্রামে ৩৬৫ পুকুরের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের আর্টিকেলটি- 

আজকের পাঠ্যক্রম- ভালোবেসে খনন করলেন ৩৬৫ পুকুর

  • গ্রামটির অবস্থান
  • ভালোবেসে খনন করলেন ৩৬৫ পুকুর
  • ইতিহাস গবেষক ও প্রত্নতত্ত্ববীদের মতামত
  • কিভাবে যাবেন
  • কোথায় থাকবেন
  • কোথায় খাবেন
  • শেষকথা

গ্রামটির অবস্থান

নওগাঁর জেলার সীমান্তবর্তী উপজেলা ধামইরহাটের ইসবপুর ইউনিয়নে চক চান্দিরা গ্রামের অবস্থান। বরতমানে অল্প কিছু মানুষ বসবাস করেন এই গ্রামে। অনেকটা রূপকথার গল্পের মত মনে হলেও ছোট্ট এই গ্রামের ছড়িয়ে আছে ৩৬৫টি পুকুর। এই পুকুরগুলি গ্রামের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। বিভিন্ন প্রজাতির বনজ গাছের (আকাশমুনি, ইউক্লিপটাসহ অন্যান্য) মাঝে-মাঝেই দেখা মিলবে ছোট- বড়- পুকুরগুলো। আর তার মাঝেই রয়েছে ছোট্ট এই গ্রাম চক চান্দিরা।

ভালোবেসে খনন করলেন ৩৬৫ পুকুর

এই গ্রাম তথা ৩৬৫টি পুকুরকে ঘিরে রয়েছে মজার এক গল্পের প্রচলন। লোককথায় বলাহয়- এক সময় পাল বংশের একজন রাজার বসবাস ছিলো এই এলাকায়। রাজরা্ণী ও রাজ্যবাসিকে নিয়ে বেশ আনন্দেই দিন কাটছিল রাজার। কিন্তু বিধিবাম সে সুখ আর বেশিদিন সহিল না রাজার। হঠাৎ একদিন অজানা এক অসুখে পড়লেন রানী। দিন যায়, রাত যায়, বছর যায় আর কিছুতেই সেই অসুখ ভালো হয় না রাণীর। স্বাস্থ্যের অবনতি হতে থাকে দিনে দিনে তার। সুখ হারাল রাজ্য থেকে রানীর এমন অসুখে।

আরো পড়ুনঃ রাজশাহী হতে ছেড়ে যাওয়া ঢাকাগামী বাসের সময়সূচী

রানীর অসুখ সারানোর জন্য এবার  রাজ্যজুড়ে এলান করা হলো। রাজসভায় ডাকা হলো রাজ্যের সকল হেকিম, বৈদ্যদের। রাজ দরবারে উপস্থিত হয়ে এক হেকিম বললেন, রাণীমার অসুখ খুবই কঠিন। এই অসুখ ভালো করতে হলে ৩৬৫টা পুকুর খনন করতে হবে। 

আর বছরের একেক দিন রাণীমাকে গোসল করতে হবে এক একটি পুকুরে। আর এভাবে ৩৬৫ দিনে খনন করা এই সকল পুকুরে গোসল করলে রাণীমা রোগমুক্ত হবেন। রাজা তার প্রিয়তমার সুখের জন্য সবই করলেন। আর তাই রাজ্যজুড়ে খনন করা হলো ৩৬৫টি পুকুর।

ইতিহাস গবেষক ও প্রত্নতত্ত্ববীদের মতামত

রাজশাহীর ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিক ও নওগাঁ ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের তত্বাবধায়ক ফজলুল করিম জানান, ‘প্রাচীনকাল থেকেই এই সকল বরেন্দ্র এলাকাজুড়ে পানি সংকট ছিলো। আর পানি সংকট দূর করে সেচ জন্য সহায়ক হিসেবে রাজা রামপালসহ বেশ কয়েকজন রাজা এসব পুকুর খনন করেছিলেন। পরবর্তীতে যখন রাজ শাসন বিলুপ্ত  হয়েযায় তখন এসব পুকুর খাসকরণ করা হয় বলেও জানান তাঁরা’। তবে গভীর অনুসন্ধানেই কেবল সম্ভব এসব বিষয় নিশ্চিত করে কথা বলা’।

কিভাবে যাবেন

নওগাঁ জেলা সদরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড হতে বাসে চড়ে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ধামইরহাট আসতে হবে। ধামইরহাট থেকে (চক চান্দিরা গ্রাম হয়ার কারনে ভ্যান গাড়ী বা অটোরিক্সায় করে জেতে হবে) চক চান্দিরা যাওয়ার রিকশা ও ভ্যান পাবেন।

কোথায় থাকবেন

ধামইরহাটে তেমন ভালো কোন আবাসিক হোটেলের ব্যবস্থা নেই। নিজের পছন্দমত বা ভালো মানের আবাসিক হোটেলে রাত্রিযাপন করতে চাইলে আপনাকে নওগাঁ জেলা সদরে থাকতে হবে। নওগাঁতে হোটেল প্লাবন, হোটেল যমুনা, হোটেল অবকাশ, মল্লিকা ইন, হোটেল ফারিয়াল ও হোটেল রাজ প্রভৃতি আবাসিক হোটেল রয়েছে। এসকল হোটেল ভাড়া ৩০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত লাগবে।

কোথায় খাবেন

ধামইরহাটে বেশ কিছু সাধারণ মানের খাবারের হোটেল পাবেন। যেখানে আপনি কম টাকায় সাধারণ মানের খেতে পারবেন। তাছাড়া বালুডাঙ্গা বাস ষ্টেশনে সাধারণ মানের খাবারের দোকান রয়েছে। এছারাও আপনি চাইলে ভালো মানের খাবারের জন্য নওগাঁর গোস্তহাটির মোড়ে ভালমানের কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ পাবেন। 

শেষ কথা

ব্যাস আশা করছি ভালোবেসে খনন করলেন ৩৬৫ পুকুর সম্পর্কে অনেক ধারণা পেয়ে গিয়েছেন। যা কিনা আপনার ভ্রমণে সাহায্য করবে। ভালোবেসে খনন করলেন ৩৬৫ পুকুর দেখতে বছরের যে কোন সময় দর্শনার্থীরা অল্প ভিড় করলেও দুই ঈদে দর্শনার্থীদের উপচে পরা ভিড় লক্ষণীয়। 

আরো পড়ুনঃ বাংলাদেশ ভারত সিমান্তের জবই বিল

পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনাময় ভালোবেসে খনন করলেন ৩৬৫ পুকুর এর প্রতি প্রয়োজনীয় নজরদারির দিলে আকর্ষণীয় পর্যটন স্পট হিসাবে এটি গড়ে উঠবে। তাই সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭