জমে উঠেছে সাপাহারের আম বাজার

আমের রাজধানী হিসেবে খ্যাত নওগাঁর সাপাহার উপজেলা। সাপাহার উপজেলার উৎপাদিত আমের গুণগত মান দেশের অন্য এলাকার চেয়ে অনেক ভালো। আর একারণে বর্তমানে সাপাহার উপজেলার উৎপাদিত আম বানিজ্যিক ভাবে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমের শুরুতে সাপাহার বরেন্দ্র এলাকায় শীতের তীব্রতা এবং পরবর্তীতে আবার প্রচন্ড তাপদাহের কারণে আমের ফলন অনেকটা ব্যাহত হয়েছে। যার ফলে আমের উৎপাদন অনেকাংশে কম হয়েছে। 

নওগাঁর জেলার বরেন্দ্র এলাকাখ্যত সাপাহার উপজেলার আমের কালার সুন্দর, খেতে অতি সু-স্বাদু ও সু-মিষ্ট হওয়ার কারণে দেশের সর্বত্রই এই আমের চাহিদা অনেক বেশি। প্রতিদিন সকাল ৮টা হতে সন্ধ্যা পর্যন্ত এই আমের হাটে  বিভিন্ন এলাকা হতে ভ্যান, ট্রলি, পিকআপসহ বিভিন্নভাবে আসা আমের বেচা- কেনা হাটে।'

আজকের পাঠ্যক্রম- জমে উঠেছে সাপাহারের আম বাজার

  • নওগাঁ জেলায় সংগ্রহের তারিখ
  • জমে উঠেছে সাপাহারের আম বাজার
  • জাতভেদে আমের দাম
  • চলতি বছর সাপাহারে উৎপাদনের লক্ষ্যমাত্রা
  • শেষকথা

নওগাঁ জেলায় সংগ্রহের তারিখ

সরকারি নিয়মে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী এই জেলার আবহাওয়া উপর নির্ভর করে এবার  নওগাঁ জেলায় সংগ্রহের তারিখ বেধে দেওয়া হয়েছিল- 

  • আমের জাত                       সংগ্রহের তারিখ 
  • গুটি আম-                          ২২মে  
  • গোপালভোগ-                     ২৮মে
  • খিরসাপাত/হিমসাগর-        ২জুন
  • নাকফজলি-                       ৭জুন
  • ল্যাংড়া/হাঁড়িভাঙ্গা-             ১০জুন
  • ফজলি-                              ২০জুন
  • আম্রপালি-                          ২২জুন
  • অন্যসকল জাতের আম-   ১০জুলাই     

জমে উঠেছে সাপাহারের আম বাজার

উত্তরাঞ্চল তথা বাংলাদেশের মধ্যে অন্যতম সবচেয়ে বড় আমের হাট বসে নওগাঁর জেলার সাপাহারে। ক্রেতা-বিক্রেতার পদচারণায় ইতিমধ্যেই জমে উঠেছে এখানকার আমের বাজার। প্রতি বছর যেভাবে এখানে ব্যাবসায়ীগন এখানে আসেন এবারও দেশের বিভিন্ন জেলা থেকে আম ব্যাবসায়ীগন এসেছেন আম কিনতে।

প্রতি বছরের ন্যায় এবারো শুধু সাপাহার সদরে ছোট বড় মিলে ২৩০টিরমত আম আড়ৎ এ আমের বেচা-কেনা হচ্ছে বলে জানা গেছে। এখন এসব আড়ৎগুলোতে প্রতিদিন প্রায় ৩ থেকে ৫ হাজার মন আম কেনা হচ্ছে। তবে আগামি কয়েকদিন পর এই বেচা-কেনা পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আম ব্যাবসায়ীগন মনে করেন। 

আম বাজারে ঘুরে বিভিন্ন আম বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, এবছর ভ্যাপসা গরম ও তিব্র খরার কারণে উৎপাদন কম অপর দিকে কীটনাশকের মূল্য বৃদ্ধি হলেও শুরু থেকে যেহেতু আমের দাম অন্য বছরের চেয়ে ভাল হওয়ার ফলে খরচ পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তবে আমের ওজনের ক্ষেত্রে যা ৫১/৫২ কেজিতে মন হওয়ায় ক্ষোভ প্রকাশ করজা। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে লাভের পরিমাণ ভালো হবে তারা জানান।

জাতভেদে আমের দাম

সাপাহার সদরের বিভিন্ন আমের আড়তদার, আম ক্রেতা- বক্রেতা ও আমের বাজার ঘুরে দেখা গেছে- 

  • আমের জাত         বাজার দর
  •  ল্যাংড়া-               ২৩০০- ৩৫০০ শত টকা
  • নাকফজলি-        ২৩০০- ২৬৫০ শত টাকা
  • খিরসাপাত-         ২৫০০- ৩৬০০ শত টাকা
  • আম্রপালি-            ২৫০০- ৪৫০০ শত টাকা

তবে আমের সঠিক দাম বলা মুসকিল। কারণ আমের দাম সাধারণত আমের কালার ও সাইজের উপর নির্ভর করে।

চলতি বছর সাপাহারে উৎপাদনের লক্ষ্যমাত্রা

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সঙ্গে কথা বললে, তাদের তথ্যানুযায়ী এ বছর উপজেলায় প্রায় ১০ (দশ) হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার মেট্রিকটন।

শেষকথা

তাহলে আপনারা তো জেনে গেলেন আমের রাজধানি খ্যত সাপাহারের আমের বাজার সম্পর্কে। এই আর্টিকেলটিতে ইতিমধ্যেই সাপাহারের আম সম্পর্কে অনেক তথ্য তুলে ধরা হয়েছে। তাই আপনি যদি উপরে উল্লেখিত তথ্য গুলো মনোযোগের সাথে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই, সাপাহারের আমের বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। 

গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল এই আর্টিকেলটি আশা করি আপনার নিকটে অনেক উপকারী বলে মনে হয়েছে। এই আর্টিকেলটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭