কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার

কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার জানলে আপনার কাজের অনেক সময় অপচয় হওয়া থেকে বেচে যাবে। কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার জানিনা বলে আমরা অনেক সহজ কাজ জটিল ভাবে করে থাকি। তাই আজকের আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার।
কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। কম্পিউটার আপনার কাজ অনেক সহজ করে দিবে যদি আপনি কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার করতে পারেন। তাই আজকে আমাদের আর্টিকেল থেকে আপনি কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট এবং তার ব্যবহার বিস্তারিত জানতে পারবেন।

পেজ সূচিপত্র: কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার

কম্পিউটার এবং কি-বোর্ডের ব্যাবহার

কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য প্রস্তুত, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করতে সক্ষম। কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যেমন: গণনা, ডেটা প্রসেসিং, গেমিং, গ্রাফিক্স ডিজাইনিং, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি। অন্যদিকে কীবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস, যা একটি কম্পিউটারে তথ্য ইনপুট করতে ব্যবহৃত হয়। ইংরেজি বর্ণমালায়, এটি অক্ষর, সংখ্যা, বিশেষ চিহ্ন, স্পেস বার, এন্টার ইত্যাদি লিখতে ব্যবহৃত হয়। এখন আপনি যদি কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার জানেন তাহলে উপরের কাজগুলি খুব সহজেই সম্পাদন করতে পারবেন।

কীবোর্ডের শর্টকাট কি

যদিও কম্পিউটার কীবোর্ড শর্টকাটগুলি অনেক প্রয়োজনীয় এবং দরকারী কাজের জন্য ব্যবহৃত হয়, তবে সেগুলি অনেকের কাছে অজানা বা অপরিচিত থেকে যেতে পারে। শর্টকাট মূলত একটি কম্পিউটার প্রোগ্রামে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য বিশেষ কী ব্যবহার করা। এই শর্টকাটগুলি খুব কার্যকর এবং দ্রুততম পদ্ধতিতে কাজগুলি সম্পাদন করতে সহায়তা করে৷ তাই কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার আপনার জেনে থাকা খুব জরুরী। আশা করি উক্ত শর্টকাটগুলো ব্যাবহার করে আপনি ব্যাক্তিগত ও পেশাগত জীবনে অনেক উন্নতি লাভ করতে সক্ষম হবেন।

কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার

কম্পিউটার কীবোর্ডে অনেক গুরুত্বপূর্ণ শর্টকাট রয়েছে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের নানারকম কাজকে দ্রুত এবং খুব সহজে সম্পাদন করতে ব্যবহৃত হয়। এই শর্টকাটগুলি ব্যবহার করার ফলে আপনার কাজের গতি এবং দক্ষতা বর্তমানের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পাবে। তাহলে চলুন এখন দেখে নেই কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যাবহার:
  1. Ctrl + C: কপি করা
  2. Ctrl + X: কাট করা
  3. Ctrl + V: পেস্ট করা
  4. Ctrl + Z: আনডু করা
  5. Ctrl + Y: রিডু করা
  6. Ctrl + S: শেভ করা
  7. Ctrl + P: প্রিন্ট করা
  8. Ctrl + F: সন্ধান করা
  9. Ctrl + A: সব সিলেক্ট করা
  10. Ctrl + N: নতুন (ডকুমেন্ট/ফাইল)
  11. Ctrl + O: খোলা
  12. Ctrl + B: বোল্ড
  13. Ctrl + I: ইটালিক
  14. Ctrl + U: আন্ডারলাইন
  15. Ctrl + T: নতুন ট্যাব (ব্রাউজার)
  16. Ctrl + W: ট্যাব বন্ধ করা(ব্রাউজার)
  17. Ctrl + Shift + T: বন্ধ করা ট্যাব পুনরায় খোলা (ব্রাউজার)
  18. Ctrl + D: বুকমার্ক পেজ (ব্রাউজার)
  19. Ctrl + Shift + N: নতুন ইনকোগনিট উইন্ডো (ব্রাউজার)
  20. Ctrl + Shift + Esc: টাস্ক ম্যানেজার খোলা
  21. Ctrl + Alt + Delete: লক/ সাইন আউট/ টাস্ক ম্যানেজার (উইন্ডোজ)
  22. Ctrl + Shift + Delete: ব্রাউসিং দাত ক্লিয়ার (ব্রাউজার)
  23. Ctrl + Home: ডাকমেন্টের শুরুতে যাওয়া
  24. Ctrl + End: ডকুমেন্টের শেষে যাওয়া
  25. Ctrl + Left Arrow: পূর্বের শব্দের শুরুতে কার্সর নিয়ে যাওয়া
  26. Ctrl + Right Arrow: নতুন শব্দের শুরুতে কার্সর নিয়ে যাওয়া
  27. Ctrl + Up Arrow: প্যারাগ্রাফের শুরুতে কার্সর নিয়ে যাওয়া
  28. Ctrl + Down Arrow: পরের প্যারাগ্রাফের শুরুতে কার্সর নিয়ে যাওয়া
  29. Ctrl + Shift + Left/Right Arrow: লেখা হাইলাইট (ওয়ার্ড বাই ওয়ার্ড)
  30. Ctrl + Shift + Up/Down Arrow: লেখা হাইলাইট (প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ)
  31. Ctrl + Shift + Home/End: লেখা (কার্সার থেকে লিনের শুরু/শেষ পর্যন্ত)
  32. Ctrl + Backspace: পূর্ববর্তী শব্দ মুছুন
  33. Ctrl + Delete: পরবর্তী শব্দ মুছুন
  34. Ctrl + Esc: স্টার্ট মেনু খুলুন (উইন্ডোজ)
  35. Ctrl + Space: ফরম্যাটিং রিমুভ (অনেকগুলো অ্যাপ্লিকেশনে)
  36. Ctrl + Shift + V: ফরম্যাটিং ছাড়া লেখা পেস্ট
  37. Ctrl + 1, 2, 3...9: ট্যাবে সুইচ করা (ব্রাউজার)
  38. Ctrl + Shift + N: নতুন ফোল্ডার তৈরি (ফাইল এক্সপ্লোরার)
  39. Ctrl + Shift + Esc: সরাসরি টাস্ক ম্যানেজার খোলা (উইন্ডোজ)
  40. Ctrl + R: রিফ্রেশ (ব্রাউজার)
  41. Ctrl + H: ব্রাউসিং হিস্টোরি দেখা (ব্রাউজার)
  42. Ctrl + J: ডাউনলোড দেখা (ব্রাউজার)
  43. Ctrl + K: হাইপারলিংক যুক্ত করা (ওয়ার্ড/এক্সেল/পাওয়ার পয়েন্ট)
  44. Ctrl + L: হাইলাইট এড্রেসবার (ব্রাউজার/উইন্ডোজ এক্সপ্লোরার)
  45. Ctrl + M: নতুন মেইল (আউটলুক)
  46. Ctrl + Enter: এড্রেসবারে "www." এবং ".com" যুক্ত করা (ব্রাউজার)
  47. Ctrl + Shift + P: একটি নতুন প্রাইভেট উইন্ডো তৈরি করা (ব্রাউজার)
  48. Ctrl + Shift + B: বুকমার্ক বার দেখানো কিংবা লুকানো (ব্রাউজার)
  49. Ctrl + Esc: স্টার্ট মেনু খোলা (উইন্ডোজ)
  50. Ctrl + F4: এক্টিভ ডকুমেন্ট বন্ধ করা
  51. Ctrl + G: আলাদা পেজে যাওয়া (ব্রাউজার/এক্সেল/ওয়ার্ড)
  52. Ctrl + I: ইটালিক (ওয়ার্ড/এক্সেল)
  53. Ctrl + O: নতুন ফাইল খোলা (ওয়ার্ড/এক্সেল)
  54. Ctrl + Shift + S: হিসেবে সেভ (ওয়ার্ড/এক্সেল)
  55. Ctrl + U: আন্ডারলাইন করা (ওয়ার্ড/এক্সেল)
  56. Ctrl + W: ডকুমেন্ট বন্ধ করা (ওয়ার্ড/এক্সেল)
  57. Ctrl + X: সিলেক্ট করা লেখা কট করা (ওয়ার্ড/এক্সেল)
  58. Ctrl + Y: রিডু (ওয়ার্ড/এক্সেল)
  59. Ctrl + Right Parenthesis (>): ফন্ট সাইজ বড় করা (ওয়ার্ড/এক্সেল)
  60. Ctrl + Left Parenthesis (<): ফন্ট সাইজ ছোট করা (ওয়ার্ড/এক্সেল)
  61. Ctrl + 0 (Zero): ওয়ার্ডে পেজের উইড ফিট করা
  62. Ctrl + Alt + V: স্পেশাল পেস্ট (এক্সেল)
  63. Ctrl + Space: পুরো কলাম সিলেক্ট করা (এক্সেল)
  64. Ctrl + Shift + L: ফিল্টার অন/অফ্ করা (এক্সেল)
  65. Ctrl + ' (Apostrophe): সেল থেকে ফর্মুলা কপি করা (এক্সেল)
  66. Ctrl + Shift + $: বর্তমান ফরম্যাট ব্যাবহার করা (এক্সেল)
  67. Ctrl + Shift + #: ডাটা ফরম্যাট ব্যাবহার করা (এক্সেল)
  68. Ctrl + Shift + %: পার্সেন্টেজ ফরম্যাট ব্যাবহার করা (এক্সেল)
  69. Ctrl + Shift + &: বর্ডার ব্যাবহার করা (এক্সেল)
  70. Ctrl + Shift + _: বর্ডার বাদ দেওয়া (এক্সেল)
  71. Ctrl + Shift + Arrow Keys: ডেটা অঞ্চলের শেষ পর্যন্ত নির্বাচন প্রসারিত করুন (এক্সেল)
  72. Windows Key + D: ডেস্কটপ দেখানো (উইন্ডোজ)
  73. Windows Key + E: ফাইল এক্সপ্লোরার খোলা (উইন্ডোজ)
  74. Windows Key + R: রান করা (উইন্ডোজ)
  75. Windows Key + L: কম্পিউটার লক করা (ইউন্ডোজ)
  76. Windows Key + Tab: টাস্ক ভিউ খোলা (ইউন্ডোজ)
  77. Windows Key + Left/Right Arrow: বাম/ডান দিকে উইন্ডো স্ন্যাপ করুন (উইন্ডোজ)
  78. Windows Key + Up Arrow: ম্যাক্সিমাম উইন্ডোজ (উইন্ডোজ)
  79. Windows Key + Down Arrow: মিনিমাম উইন্ডোজ (উইন্ডোজ)
  80. Windows Key + Shift + Up Arrow: উইন্ডোটি উল্লম্বভাবে প্রসারিত করুন (উইন্ডোজ)
  81. Windows Key + 1, 2, 3...0: সংশ্লিষ্ট টাস্কবার আইটেম খুলুন (উইন্ডোজ)
  82. Windows Key + Shift + 1, 2, 3...0: সংশ্লিষ্ট টাস্কবার আইটেম খুলুন (নতুন উদাহরণ) (উইন্ডোজ)
  83. Alt + F4: এক্টিভ উইন্ডোজ বন্ধ
  84. Alt + Tab: খোলা অ্যাপ্লিকেশনের যাওয়া
  85. Alt + Esc: খোলার ক্রমে খোলা অ্যাপ্লিকেশনগুলির মধ্যে স্যুইচ করুন
  86. Alt + Enter: নির্বাচিত আইটেমের বৈশিষ্ট্য খুলুন
  87. Alt + Space: সক্রিয় উইন্ডোর সিস্টেম মেনু খুলুন
  88. Alt + Left Arrow: ফেরত (ব্রাউজার)
  89. Alt + Right Arrow: সামনে যাওয়া (ব্রাউজার)
  90. Alt + Up Arrow: ফাইল এক্সপ্লোরারে এক স্তর উপরে যান
  91. Ctrl + Shift + Esc: টাস্ক ম্যানেজার সরাসরি খুলুন (উইন্ডোজ)
  92. Ctrl + Shift + N: নতুন ফোল্ডার তৈরি করুন (ফাইল এক্সপ্লোরার)
  93. Ctrl + Shift + Esc: টাস্ক ম্যানেজার সরাসরি খুলুন (উইন্ডোজ)
  94. Ctrl + R: রিফ্রেশ করুন (ব্রাউজার)
  95. Ctrl + H: ব্রাউসিং হিস্টোরি দেখুনভ (ব্রাউজার)
  96. Ctrl + J: ডাউনলোড দেখুন (ব্রাউজার)
  97. Ctrl + K: হাইপারলিংক যুক্ত করুন (ওয়ার্ড/এক্সেল/পাওয়ারপয়েন্ট)
  98. Ctrl + L: হাইলাইট এড্রেসবার (ব্রাউজার/উইন্ডোজ/এক্সপ্লোরার)
  99. Ctrl + M: নতুন মেইল (আউটলুক)
  100. Ctrl + Shift + _: বর্ডার বাদ দেওয়া (এক্সেল)

কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার সম্পর্কে সতর্কতা

আপনি যদি সঠিকভাবে কম্পিউটার কি-বোর্ডের শর্টকাট মনে রাখেন তাহলে খুব সহজেই অনেক জটিলতম কাজও করে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে জানতে হবে কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার। ভুল এড়াতে কম্পিউটার কীবোর্ড শর্টকাট ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা অনেক জরুরি। কোনো কিছু নিয়ন্ত্রণ করার সময় এবং তত্ত্বাবধানের প্রয়োজন ছাড়াই শর্টকাট নেওয়ার সময় এটি কাজে আসতে পারে। যা ভুল করার সুযোগ বাড়িয়ে দিতে পারে। সময়ের সাথে শর্টকাট শেখা, নিয়মানুবর্তিতা এবং প্রতিদিন প্রয়োগ করা শর্টকাটগুলি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেষ কিছু কথা

কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ব্যাক্তিগত ও কর্মজীবনের অনেক কাজকে অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ করতে সক্ষম হবেন। আর এই ডিজিটাল যুগে আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে যেয়ে এমন নানা রকমের নতুন নতুন জিনিস শিখতে হচ্ছে। তার মধ্যে এই কম্পিউটার কি-বোর্ডের শর্টকাট হলো অন্যতম। তাই এটি শিখে নিজের জ্ঞানের বৃদ্ধি করা আপনার জন্য অনেক উপকারী হবে বলে আমরা মনে করি।
আশা করি আজকের আর্টিকেল পড়ে আপনি কম্পিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার জানতে পেরেছেন। এমন আরো কম্পিউটার ও টেকনোলজি রিলেটেড টিপস আর ট্রিকস পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট। এতোক্ষন মন দিয়ে আমাদের আর্টিকেল পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।২৬১৪২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭